অক্টোবর ১৫: মার্কিন বিজ্ঞানী উইলিয়াম হ্যাসেলটাইন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল (বুধবার) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কার বলেন, গ্রুপ ইমিউনিটি বা হার্ড ইমিউনিটির ধারণা বিপজ্জনক। এই টার্মটি আসলে গণহত্যার প্রতিশব্দ। ট্রাম্প প্রশাসনের উস্কানিতে যদি তথাকথিত 'গ্রুপ ইমিউনিটি' অর্জনের জন্য ভাইরাসকে অবাধে ছড়িয়ে পড়তে দেওয়া হয়, তবে প্রতিবছর যুক্তরাষ্ট্রে ২০ থেক ৬০ লাখ মানুষ মারা যাবে।
তিনি আরও বলেন, সরকারের শীর্ষ নেতা যখন সবচেয়ে ভাল গণস্বাস্থ্য কর্মকর্তার পরামর্শের বিরোধিতা করেন, তখন তা নিঃসন্দেহে একটি বিপর্যয়। সবাই জানে এ সংক্রামক রোগ নিয়ন্ত্রণে আসতে পারে এবং অন্য দেশ একে নিয়ন্ত্রণে এনেছেও বটে। কিন্তু মার্কিন প্রশাসন উল্টো পথে চলছে। (শিশির/আলিম/রুবি)