'জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্যপদ চীনের প্রতি আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি'
  2020-10-15 15:30:27  cri
অক্টোবর ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বুধবার) বলেন, চীন পঞ্চমবারের মতো জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। এটা মানবাধিকার উন্নয়নে চীনের কাজের প্রতি আন্তর্জাতিক সমাজের আস্থা ও স্বীকৃতির ফল।

চীনা মুখপাত্র বলেন, চীনা সরকার মানবাধিকার উন্নয়নের ওপর সবসময় গুরুত্ব দিয়ে আসছে এবং চীনা বৈশিষ্ট্যময় মানবাধিকারব্যবস্থা উন্নয়নে কাজ করে যাচ্ছে। চীনা জনগণের সুখের বোধ ক্রমশ বাড়ছে। চীন নিজের দায়িত্ব পালন করে বিভিন্ন দেশের সঙ্গে মানবাধিকার ক্ষেত্রে সহযোগিতা ও সংলাপ চালিয়ে যাবে।

মুখপাত্র আরও বলেন, চীন জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাজে নিজের অবদান রাখার চেষ্টা করবে। চীন ন্যায়, নিরপেক্ষ ও আইনগতভাবে মানবাধিকার উন্নয়ন করতে ইচ্ছুক। মানবাধিকারের রাজনীতিকরণ বা এ ক্ষেত্রে দ্বৈতনীতির চীন বিরোধিতা করে। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040