চীনের অর্থনীতির ওপরে আস্থাশীল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা
  2020-10-15 15:29:36  cri
অক্টোবর ১৫: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রকাশিত সর্বশেষ 'বিশ্ব অর্থনীতি আউটলুক প্রতিবেদনে' চীনের অর্থনীতির ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বুধবার) বেইজিংয়ে বলেন, আইএমএফ ও বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা চীনের অর্থনীতি নিয়ে আশাবাদ প্রকাশ করছে। তাদের পূর্বাভাস অনুযায়ী চলতি বছর বিশ্বে বড় দেশগুলোর মধ্যে জিডিপি প্রবৃদ্ধি হবে একমাত্র চীনের।

আইএমএফ-এর গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে বিশ্ব অর্থনীতি ৪.৪ শতাংশ হ্রাস পাবে। কিন্তু চীনের অর্থনীতি ১.৯ শতাংশ বৃদ্ধি পেতে পারে। আর আগামী বছরে চীনের অর্থনীতির বৃদ্ধির হার ৮.২ শতাংশ হতে পারে।

চীনা মুখপাত্র বলেন, চীনের অর্থনীতি বৃদ্ধি পাওয়া বিশ্বের জন্য সুখবর। মহামারীর পর চীন ১৫০টিরও বেশি দেশে ত্রাণ-সামগ্রী পাঠিয়েছে। চীনের অর্থনীতি পুনরুদ্ধার বিশ্ব অর্থনীতি উন্নয়নের জন্য সহায়ক।

চীনা মুখপাত্র আরও বলেন, চীন অব্যাহতভাবে উন্মুক্তকরণ ও সংস্কারের মান উন্নত করবে এবং বিভিন্ন দেশের সঙ্গে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে নিজের অবদান রাখবে। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040