চীনা ব্যান্ড উ থিয়াও রেন
  2020-10-15 10:28:35  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে সম্প্রতি চীনের বেশ জনপ্রিয় একটি ব্যালাড ব্যান্ডের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। ব্যান্ড দলের নাম 'উ থিয়াও রেন'। এটি চীনের অন্যতম শ্রেষ্ঠ ব্যালাড ব্যান্ড হিসেবে বিবেচনা করা হয়, এ দলের গানে সাধারণ মানুষের গল্প বলা হয়। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো উ থিয়াও রেনের খুব জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারী একটি গান 'তাও শান লিয়াং যিয়া'। গান ১

'উ থিয়াও রেনের' অর্থ 'পাঁচজন মানুষ', তবে আসলে এই ব্যান্ডে শুধু দু'জন আছে, একজন হল গায়ক ও গিটারিস্ট আ মাও, অন্যজন হল গায়ক ও accordionist রেন খ্য। সংগীত খুব পছন্দ করায় মাধ্যমিক স্কুল শেষ হওয়ার পর আ মাও সংগীত ব্যবসা—সিডি বিক্রি করা শুরু করেন, এ সময় তিনি নিজে সুর রচনা ও গান গাওয়া শিখেছেন। আ মাও এমনকি ছোট কনসার্টের আয়োজন করেন। এই কনসার্টে তিনি রেন খ্য'র সঙ্গে পরিচিত হন ও বন্ধুতে পরিণত হন। ২০০৮ সালে তারা আরো তিনজনকে সঙ্গে নিয়ে ব্যান্ড 'উ থিয়াও রেন' প্রতিষ্ঠা করেন। তবে, পরে বিভিন্ন কারণে অন্যান্য সদস্য দল ছেড়ে চলে যায়। অবশেষে ব্যান্ডে শুধু তারা দু'জন রয়ে যান এবং গান গাইতে থাকেন।

বন্ধুরা, এখন শুনুন উ থিয়াও রেনের গান 'স্বপ্ন দেখা'। গান ২

২০০৯ সালে উ থিয়াও রেন তাদের প্রথম অ্যালবাম 'জেলার গল্প' প্রকাশ করে। এই অ্যালবামে তারা লোকসংগীতের উপাদান ব্যালাড সংগীতে যোগে করেন এবং কুয়াংতোং প্রদেশেরহাই ফেং জেলার স্থানীয় ভাষায় গানের কথা লিখেন। এমন বৈশিষ্ট্যময় ব্যালাড গান আগে শোনা যেত না। তাই এই অ্যালবাম প্রকাশের পরই তা অনেকের দৃষ্টি আকর্ষণ করে। উ থিয়াও রেনের অ্যালবামটি সেই বছরের শ্রেষ্ঠ ব্যালাড গায়ক ও শ্রেষ্ঠ নতুন ব্যান্ডের পুরস্কার পায়।

বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে তাদের খুব জনপ্রিয় একটি গান 'সমস্যা হলে আমি সবাইকে জানাবো'। গান ৩

২০১২ সালে উ থিয়াও রেন দ্বিতীয় অ্যালবাম 'কিছু দৃশ্য' প্রকাশ করে, এতে তারা স্থানীয় ভাষা দিয়ে সাধারণ মানুষের গল্প বলে এবং তা তাদের সংগীতের বৈশিষ্ট্যে পরিণত হয়, তারাও বার্ষিক শ্রেষ্ঠ ব্যান্ড ও শ্রেষ্ঠ ব্যালাড গায়কের খ্যাতি বজায় রাখে। বন্ধুরা, এখন আমরা শুনবো এই অ্যালবামে উ থিয়াও রেনের গান 'জেলায় যায়'। গানে প্রফুল্ল সুরের সঙ্গে খুব মজার কথা দিয়ে গ্রামের একটি ছেলের নিজের জেলায় যাওয়ার গল্প বলা হয়। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ৪

উ থিয়াও রেনের গান রচনার অনুপ্রেরণা নিজেদের জীবন থেকে এসেছে। ২০১৬ সালে তারা অ্যালবাম 'লিসা হেয়ার সেলুন' প্রকাশ করে। এর প্রধান গান 'লিসা হেয়ার সেলুন' রেন খ্য'র অভিজ্ঞতা থেকে তৈরি। ছোটবেলায় রেন খ্যর বাসার পাশে অনেক হেয়ার সেলুন ছিল, সেখানকার প্রাণবন্ত ও পরিশ্রমী মানুষগুলো তার মনে গভীর ছাপ ফেলেছে। আর পরে তিনি তাদের গল্প এই গানে লিখেছেন।

বন্ধুরা, এখন উ থিয়াও রেনের গান 'লিসা হেয়ার সেলুন' শুনবো। গান ৫

২০২০ সালে উ থিয়াও রেন চীনের খুব জনপ্রিয় একটি সংগীত টিভি অনুষ্ঠান 'ব্যান্ডের গরমকালে' অংশগ্রহণ করেন এবং রানার্স-আপ হন। এই অনুষ্ঠানে তাদের বিশেষ বৈশিষ্ট্যময় ব্যালাড সংগীত অনেকের পছন্দ হয়েছে, তাদের গানগুলোও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বন্ধুরা, এখন শুনুন এই অনুষ্ঠানে উ থিয়াও রেনের গাওয়া খুন জনপ্রিয় একটি গান 'আ চেন আ ছিয়াংকে ভালোবেসেছে'। গানে আ চেন নামে একটি মেয়ে ও আ ছিয়াং নামে একটি ছেলের প্রেমের গল্প বলা হয়। তাদের গল্প খুব সাধারণ। তবে, মানুষ এতে নিজের ছায়া দেখতে পায়।

গান ৬

বন্ধুরা, অনুষ্ঠান শেষে আমরা একসঙ্গে উ থিয়াও রেনের আরেকটি সুন্দর গান 'কুয়াং তোং প্রদেশের মেয়ে' শুনবো। আশা করি, তাদের গানগুলো আপনারা পছন্দ করবেন। গান ৭

বন্ধুরা আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি।

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040