
ক্যাপশন ১:
গত শতাব্দির আশির দশকে নির্মাণাধীন শ্য খৌ শিল্পাঞ্চল, চীনের প্রথম বিদেশমুখী অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল।

ক্যাপশন ২: বর্তমান শ্য খৌ

ক্যাপশন ৩: গত শতাব্দির নব্বইয়ের দশকে শেনচেন উচ্চগতিতে উন্নয়নের যুগে প্রবেশ করে; এখানে-সেখানে উন্নয়নের দৃশ্য চোখে পড়ে।

ক্যাপশন ৪: বর্তমানে শেনচেনের কেন্দ্রীয় অঞ্চল, ৫৯৯.১ মিটার উঁচু শেনচেন পিং আন আন্তর্জাতিক অর্থকেন্দ্র এ শহরের নতুন প্রতীকে পরিণত হয়েছে।

ক্যাপশন ৫: ১৯৯১ সালে শেনচেন স্টক বাজার প্রতিষ্ঠিত হয়।

ক্যাপশন ৬: বর্তমানে শেনচেনে বেশ কয়েকটি স্টকবাজার রয়েছে। ২০২০ সালের জুন মাস পর্যন্ত শেনচেনে ৩১০টি স্টক তালিকাভুক্ত কোম্পানি আছে, যার মোট মূল্য ৭.৫৯ ট্রিলিয়ন ইউয়ান।

ক্যাপশন ৬: গত শতাব্দির নব্বইয়ের দশকে শেনচেনের শেন নান সড়ক।

ক্যাপশন৭: বর্তমান শেনচেনের শেন নান সড়ক।

ক্যাপশন ৮: গত শতাব্দির আশির দশকে শেনচেনের বৃহত্তম সমৃদ্ধ স্থান-চুং ইং সড়ক

ক্যাপশন ৯: বর্তমানে চুং ইং সড়কে অনেক পর্যটক বেড়াতে আসেন। (রুবি/আলিম/শিশির)






