শেনচেন চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক ব্যবস্থার দৃষ্টান্ত: সি চিন পিং
  2020-10-14 11:56:59  cri
অক্টোবর ১৪: চীনের শেনচেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে এক উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, শেনচেন বিশ্বের কাছে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের দৃষ্টান্ত এবং চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক ব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যত দেখিয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বিগত ৪০ বছরে প্রতি বছর শেনচেনের জিডিপি'র গড় বৃদ্ধির হার ছিল ২০.৭ শতাংশ। গত বছর তা ২.৭ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শেনচেন এশিয়ার বিভিন্ন শহরের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। শেনচেনের অধিবাসীদের গড় আয় ৬২.৫ হাজার ইউয়ান। সচ্ছল সমাজের মান সবার আগে অর্জন করেছে শেনচেন।

চীনের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অন্যতম শহর শেনচেনে বাজার-ভিত্তিক অর্থনীতির সংস্কার করা হয়েছে। এ প্রক্রিয়ায় সংস্কার খাতে অসংখ্য অভিজ্ঞতা অর্জিত হয়েছে। গত ৪০ বছর উন্নয়নের পর শেনচেন আমদানি-রপ্তানির শহর থেকে সার্বিক উচ্চ মানের উন্মুক্ত শহরে পরিণত হয়েছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040