সংস্কার ও উন্মুক্তকরণের পতাকা হাতে এগিয়ে যাবে চীন: সিআরআই সম্পাদকীয়
  2020-10-13 18:41:45  cri
অক্টোবর ১৩: আগামীকাল চীনের শেনচেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকীর উদ্‌যাপনী অনুষ্ঠান আয়োজিত হবে। শেনচেন চীনের একটি প্রতীকময় শহর এবং চীনের প্রথম অর্থনৈতিক বিশেষ অঞ্চল। এ শহরটিকে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের জানালা হিসেবে গণ্য করা হয়।

৪০ বছর আগে শেনচেন চীনের দক্ষিণপূর্বাঞ্চলের একটি অচেনা জেলা ছিল। বর্তমানে বেশ কয়েকটি অর্থনৈতিক সূচক থেকে দেখা যাচ্ছে, নব্যতাপ্রবর্তন ও অর্থনৈতিক দিক দিয়ে শেনচেন বিশ্বের প্রথম শ্রেণীর শহরে পরিণত হয়েছে। শেনচেন চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি বাস্তবায়নের একটি উদাহরণ।

বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্ত্বা। অনেক দেশের ভোক্তারা চীনের স্মার্ট মোবাইল ও অ্যাপ ব্যবহার করছে। ২০১৯ সালের শেষ দিক পর্যন্ত সারা বিশ্বে নতুন জ্বালানিচালিত গাড়ি বিক্রির অর্ধেকই হয়েছে চীনে। চীনের টেসলা কারখানা গাড়ি শিল্পের ইতিহাসে বেশ কয়েকটি 'টপ ওয়ান' অর্জন করেছে।

এ ব্যাপক সাফল্যের মুল কারণ হচ্ছে দেশে সংস্কার ও উন্মুক্তকরণ নীতির বাস্তবায়ন। চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দিয়েছে এবং নিজেকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে। অনেক চ্যালেঞ্জ ও কাঠিণ্য কাটিয়ে আজকের সাফল্য অর্জন করেছে চীন। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040