'কোভেক্সে' যোগ দেওয়া 'মানবজাতি স্বাস্থ্য কমিউনিটি' গঠনে চীনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ: চীনা মুখপাত্র
  2020-10-13 14:43:00  cri
অক্টোবর ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জানান, 'কোভেক্সে' যোগ দেওয়া 'মানবজাতির স্বাস্থ্য কমিউনিটি' গঠন এবং বিশ্বের টিকা গবেষণায় অবদান রাখার ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চীন অব্যাহতভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে মহামারী প্রতিরোধ এবং বিশ্বের জনগণের নিরাপদ জীবন ও স্বাস্থ্য রক্ষায় নিজের অবদান রাখতে ইচ্ছুক।

সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন, ইইউ'র কূটনীতি ও নিরাপত্তা-বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেপ বোরেল পৃথকভাবে টুইটারে চীনকে 'কোভেক্সে' যোগ দেওয়ায় স্বাগত জানান। তারা জানান কোভিড-১৯ টিকা বিশ্বব্যাপী বিতরণে ন্যায় ও নিরপেক্ষ অবস্থা বাস্তবায়নের চেষ্টা করা হবে।

এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, বর্তমানে বিশ্বে মহামারী সংক্রমণ হচ্ছে। নিরাপদ ও কার্যকর টিকা গবেষণা এবং উন্নয়নশীল দেশের জন্য সমান সুযোগ পাওয়াকে চীন সবসময় গুরুত্ব দিয়ে আসছে। এটি নিশ্চিত করতে চীন কোভেক্সে পরিকল্পনায় যোগ দিয়েছে। চীন আশা করে, আরো বেশি দেশ এতে যোগ দেবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040