কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত্
  2020-10-13 14:41:01  cri

অক্টোবর ১৩: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে গতকাল (সোমবার) নমপেন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে ওয়াং ই চীনের শীর্ষনেতার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হুন সেন চীনা জনগণের বন্ধু। গত ফেব্রুয়ারি মাসে মহামারী চলাকালীন চীন সফর করে চীনের প্রতি সমর্থন জানিয়েছেন। এবার চীনা পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ-পূর্বাঞ্চল সফরে প্রথমে কম্বোডিয়া যান। এতে দুই দেশের সুসম্পর্ক প্রতিফলিত হয়। চীন অব্যাহতভাবে দেশটির উন্নয়ন পথকে সমর্থন জানাবে এবং মহামারী পরবর্তী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করবে।

হুন সেন মহামারী প্রতিরোধ ও আর্থ-সামাজিক উন্নয়নে কম্বোডিয়াকে চীনের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনের মহামারী প্রতিরোধ সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। চীনের সঙ্গে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক জোরদার করতে, কেন্দ্রীয় স্বার্থে পরস্পরকে সমর্থন দিতে এবং চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কল্যাণমূলক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক কম্বোডিয়া। আন্তর্জাতিক খাতে কম্বোডিয়া নিজস্ব নীতি অনুসরণ করে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে এবং শক্তির রাজনীতি ও বলদর্পী আচরণের বিরোধিতা করে।

দু'পক্ষ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছে এবং চীন-কম্বোডিয়া অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040