'দারিদ্র্যবিমোচন ও রাজনৈতিক দলের দায়িত্ব' শীর্ষক আন্তর্জাতিক তত্ত্ব আলোচনাসভায় সি চিন পিংয়ের শুভেচ্ছাবাণী
  2020-10-12 19:55:09  cri
অক্টোবর ১২: 'দারিদ্র্যবিমোচন ও রাজনৈতিক দলের দায়িত্ব' শীর্ষক আন্তর্জাতিক তত্ত্ব আলোচনাসভা আজ(সোমবার) চীনের ফু চিয়ান প্রদেশের ফু চৌ শহরে উদ্বোধন হয়। এ উপলক্ষ্যে একটি শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

শুভেচ্ছাবাণীতে সি চিন পিং বরেন, চীনের জাতীয় দারিদ্র্যবিমোচন দিবস ও আন্তর্জাতিক দারিদ্র্যবিমোচন দিবস আসছে। এ উপলক্ষ্যে 'দারিদ্র্যবিমোচন ও রাজনৈতিক দলের দায়িত্ব' শীর্ষক আন্তর্জাতিক তত্ত্ব আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এ সভার সাফল্য কামনা করি।

সি চিন পিং বলেন, দারিদ্র্যবিমোচন ও গণজীবিকা উন্নয়ন চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের মূল লক্ষ্য এবং চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব। চীন ১০ বছর পূর্বে জাতিসংঘের 'এজেন্ডা-২০৩০'-এর দারিদ্র্যবিমোচন লক্ষ্য বাস্তবায়ন করার ব্যাপারে আশাবাদী। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040