ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে চীনের অর্থনীতির কাঠামো সুবিন্যস্ত হয়েছে: সিআরআই সম্পাদকীয়
  2020-10-12 17:36:08  cri
অক্টোবর ১২: চীনের সি ছুয়ান প্রদেশের লু চৌ শহরের আন মিন গ্রামের বাড়িতে বাড়িতে ভিডিও-অ্যাপের ব্যবহার বেড়েছে। বিশেষ করে বিগত জাতীয় দিবসের ছুটিতে গ্রামবাসীর সবচেয়ে প্রিয় কাজ ছিল ভিডিও-অ্যাপের ব্যবহার। গ্রামবাসী চাং চি ওয়েন বলেন, এ অ্যাপের মাধ্যমে পরিবারের সবার সঙ্গে যোগাযোগ করা সহজতর হয়েছে।

ভিডিও-অ্যাপের ব্যবহার গ্রামবাসীর জন্য নতুন ভোগ্যপণ্য। সাম্প্রতিক বছরগুলোতে আন মিন গ্রামে বাড়ি-গাড়ি কেনা পরিবারের সংখ্যাও বেড়েছে। ই-কমার্সের আওতায়ও এসেছে গ্রামটি।

পরিসংখ্যান অনুসারে, ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নকালে (২০১৬-২০২০) চীনের গ্রামাঞ্চলে ভোগ্যপণ্য বিক্রির পরিমাণ ৪৪ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে চীনের সামাজিক ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণ ৪১.২ ট্রিলিয়ন ইউয়ানে ছাড়িয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

ত্রয়োদশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের শুরুর দিকে চীন সরকার উত্পাদিত পণ্যের সুষ্ঠু ও কার্যকর সরবরাহ-ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে। এর সুফল এখন পাওয়া যাচ্ছে।

(রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040