শেনচেন চীনের নব্যতাপ্রবর্তনের শহরে পরিণত হয়েছে: সিআরআই সম্পাদকীয়
  2020-10-12 15:18:22  cri
অক্টোবর ১২: শেনচেন চীনের প্রথম অর্থনৈতিক বিশেষ অঞ্চল। এ অঞ্চল প্রতিষ্ঠার পর বিগত ৪০ বছরে এটি চীনের সংস্কার ও উন্মুক্তকরণ এবং অর্থনৈতিক উন্নয়নের অগ্রসর শহর হিসেবে গড়ে ওঠে। বর্তমানে শেনচেনের কাস্টমসে একটি প্যাকেজ পাস হওয়ার সময় মাত্র ২২ সেকেন্ড। শেনচেনে সবার আগে ৫জি ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক প্রশাসনসহ নানান খাতে শেনচেন গুণগত মানসম্পন্ন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

২০১৯ সালের আগস্ট মাসে চীন সরকার শেনচেনকে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র গঠনের প্রতীকী অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত নেয়। ২০২৫ সালে শেনচেনকে আধুনিক নব্যতাপ্রবর্তনের শহরে এবং ২০৩৫ সালে শহরটিকে বিশ্বব্যাপী প্রভাবশালী নব্যতাপ্রবর্তনের শহরে পরিণত করা হবে।

শেনচেন সরকারের উন্নয়ন ও গবেষণাকেন্দ্রের মহাপরিচালক উ সি খাং বলেন, গোটা চীনের জন্য নতুন যুগে উন্নয়নের নতুন পদ্ধতি, অভিজ্ঞতা ও পথ উন্মোচন করা হচ্ছে শেনচেনের দায়িত্ব।

বর্তমানে শেনচেনে আন্তর্জাতিক কনটেইনার লাইনের সংখ্যা ২১৯টি, যা ১০০টিও বেশি এশীয় দেশ ও অঞ্চলের ৩০০টিও বেশি বন্দরের সঙ্গে যুক্ত। শেনচেনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ টানা ২৭ বছর ধরে চীনের প্রথম স্থানে রয়েছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040