২০১৯ সালের আগস্ট মাসে চীন সরকার শেনচেনকে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র গঠনের প্রতীকী অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত নেয়। ২০২৫ সালে শেনচেনকে আধুনিক নব্যতাপ্রবর্তনের শহরে এবং ২০৩৫ সালে শহরটিকে বিশ্বব্যাপী প্রভাবশালী নব্যতাপ্রবর্তনের শহরে পরিণত করা হবে।
শেনচেন সরকারের উন্নয়ন ও গবেষণাকেন্দ্রের মহাপরিচালক উ সি খাং বলেন, গোটা চীনের জন্য নতুন যুগে উন্নয়নের নতুন পদ্ধতি, অভিজ্ঞতা ও পথ উন্মোচন করা হচ্ছে শেনচেনের দায়িত্ব।
বর্তমানে শেনচেনে আন্তর্জাতিক কনটেইনার লাইনের সংখ্যা ২১৯টি, যা ১০০টিও বেশি এশীয় দেশ ও অঞ্চলের ৩০০টিও বেশি বন্দরের সঙ্গে যুক্ত। শেনচেনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ টানা ২৭ বছর ধরে চীনের প্রথম স্থানে রয়েছে। (রুবি/আলিম/শিশির)