ভারতের কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে
  2020-10-12 14:38:09  cri

অক্টোবর ১২: ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (রোববার) জানায়, দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। বিশ্বে যুক্তরাষ্ট্রের পর ভারতেই ৭০ লাখের বেশি কোভিড-১৯ রোগী রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ভারতে আক্রান্ত মানুষের সংখ্যা ৭৪,৩৮৩জন বৃদ্ধি পেয়ে হয়েছে ৭,০৫৩,৮০৬জন। নতুন ৯১৮জন মারা গেছে; সর্বমোট মৃতের সংখ্যা ১০৮,৩৩৪জন।

ভারতে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ভারতীয় গণমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর থেকে ভারতে ৫০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। অক্টোবর থেকে ভারতে দুর্গাপূজা ও দিওয়ালি উত্সব শুরু হতে যাচ্ছে। এতে মহামারী প্রতিরোধ কার্যক্রম আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040