পরিকল্পনায় 'ব্যক্তি, পণ্য ও স্টেডিয়াম'— এই তিনটি অংশ পরিষ্কার ও জীবাণুমুক্তকরণের ব্যবস্থা করা হয়। যাতে কোভিড-১৯ রোগের সংক্রমণ নিম্নতম পর্যায়ে নিয়ন্ত্রণ করা যায়।
বিদেশ থেকে আসা ব্যক্তিকে ১৪ দিন আগে থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। চীনে প্রবেশের সময় স্বাস্থ্যবিষয়ক ঘোষণা, তাপমাত্রা পর্যবেক্ষণ ও নিউক্লিক এসিড পরীক্ষা করতে হবে। কারও জ্বর ও কাশি হলে নির্ধারিত ১২০টি হাসপাতালে পাঠানো হবে। চীনে নির্ধারিত হোটেলে ১৪ দিন বিচ্ছিন্ন অবস্থায় থাকার পঞ্চম ও বারোতম দিনে দুইবার নিউক্লিক এসিড পরীক্ষা করা হবে।
(ইয়াং/তৌহিদ/ছাই)