পরস্পরকে অভিনন্দন জানালেন চীন ও সেনেগালের প্রেসিডেন্ট
  2020-10-12 14:33:45  cri
অক্টোবর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (সোমবার) চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের আফ্রিকান পক্ষের সহ-সভাপতি দেশ সেনেগালের প্রেসিডেন্টের সঙ্গে ফোরাম প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে পরস্পরকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দনবার্তায় চীনের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ফোরামের সহ-সভাপতি দেশ হিসেবে সেনেগালের সঙ্গে এ গুরুত্বপূর্ণ সময় উদযাপন করতে ইচ্ছুক চীন।

২০ বছরে চীন ও আফ্রিকা ফোরাম একটি সংলাপ, সহযোগিতার কার্যকর মঞ্চে পরিণত হয়েছে। দু'পক্ষ জনগণের স্বার্থকে কেন্দ্র করে চীন-আফ্রিকা সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নত করেছে। ২০১৮ সালের বেইজিং শীর্ষসম্মেলনে চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কমিউনিস্ট গঠনে একমত হয়েছে।

দু'পক্ষ মনে করে কোভিড-১৯ মহামারী মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ। চীন ও আফ্রিকা যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষায় নিজের অবদান রাখতে চায়।

তাঁরা জোর দিয়ে বলেন, ফোরামের ব্যবস্থা আরো সম্পূর্ণ করে, দু'দেশের উন্নয়নের লক্ষ্য সংযুক্ত করে চীন-আফ্রিকা সার্বিক কৌশলগত সহযোগিতার সম্পর্ককে আরো নতুন পর্যায়ে উন্নীত করা হবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040