রোববারের আলাপন-201011
  2020-10-11 17:12:29  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আদহানম সম্প্রতি এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, কোভিড-১৯ প্রতিরোধে গোটা বিশ্বের প্রস্তুতি সম্পূর্ণ নয়। প্রাথমিক পর্যায়ের সতর্কতা ও পর্যবেক্ষণের ব্যবস্থা উন্নত করা উচিত, যাতে আরও দ্রুত ও কার্যকরভাবে ভাইরাসের বিস্তার ঠেকানো যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য প্রকল্পের প্রধান মাইক রায়ান এদিন জানান, এখন বিশ্বজুড়ে প্রায় প্রতি সপ্তাহে নতুন করে ১৮ লাখ থেকে ২০ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এবং নতুন করে ৪০ হাজার থেকে ৫০ হাজার মানুষ মারা যাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, গোটা বিশ্বের তথ্যের আলোকে বিভিন্ন অঞ্চল ও দেশের মহামারীর পরিস্থিতি বিবেচনা করা উচিত। চিকিৎসাপদ্ধতি উন্নয়নের কারণে ভাইরাসে মৃতের হার কমেছে। কিন্তু প্রতিসপ্তাহে নতুন করে ৫০ হাজার মানুষের মৃত্যু অগ্রহণযোগ্য। কোভিড-১৯ মহামারী আরও দীর্ঘ দিন থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বড় ভাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতামত আমি পুরোপুরি সমর্থন করি, এ বারের মহামারীর বিস্তার ঠেকাতে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধভাবে সবোর্চ্চ প্রচেষ্টা চালাতে হবে। মানুষের জীবন বাঁচনোকে অবশ্যই শীর্ষ স্থানে রাখতে হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040