বৈঠকে ওয়াং ই বলেন, বর্তমানে সারা বিশ্ব শতাধিক বছরের পরিবর্তনের মুখে পড়েছে এবং অনেক নতুন হুমকি ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ সময় আন্তর্জাতিক সমাজের উচিত বহুপক্ষবাদে অবিচল থাকা। চীন ও ইরান পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। চীন ইরানের সঙ্গে কোভিড-১৯ মহামারি মোকাবিলাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
ওয়াং ই আরও বলেন, চীন বরাবরই ইরান-পরমাণুচুক্তি রক্ষার পক্ষে কাজ করে আসছে। এ চুক্তি লঙ্ঘনের যে-কোনো একতরফা তত্পরতার বিরোধিতা করে চীন। এ চুক্তির আওতায় আঞ্চলিক ও বহুপক্ষীয় বৈঠকের প্ল্যাটর্ফম প্রতিষ্ঠার প্রস্তাব দেয় চীন।
বৈঠকে জারিফ কোভিড-১৯ রোগ মোকাবিলা ও দেশের উন্নয়নে চীনের অর্জিত অগ্রগতিতে অভিনন্দন জানিয়ে বলেন, চীন বিশ্বজুড়ে প্রধান শক্তিতে পরিণত হচ্ছে, যা বিশ্বের কাঠামোগত রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোভিড-১৯ মহামারি প্রতিরোধে চীনের সহায়তার জন্য ইরান কৃতজ্ঞ। ইরান চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার, একতরফাবাদের বিরোধিতা, এবং বহুপক্ষবাদকে সমর্থন করতে চায়। (রুবি/আলিম/শিশির)