অক্টোবর ১১: বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলা ও যথাযথভাবে কর্তব্য পালনের প্রয়োজনে তরুণ কর্মকর্তাদের উচিত বাস্তব সমস্যা সমাধানে নিজেদের ক্ষমতা বাড়ানো। চীনা কমিউনিস্ট পার্টির কর্মকর্তা, বিশেষ করে তরুণ কর্মকর্তাদের সমস্যার মোকাবিলা করতে, বড় বড় কাজ করতে সাহসী হতে হবে। গতকাল (শনিবার) সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পার্টি বিশ্ববিদ্যালয়ের মাঝারি ও তরুণ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
তিনি আরও বলেন, আগামী বছর হবে চীনের 'চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা' বাস্তবায়নকাজ শুরুর বছর। সেটি হবে চীনকে সমাজতন্ত্রের আধুনিক দেশে পরিণত করার পথে নতুন যাত্রা। তরুণ কর্মকর্তাদের উচিত রাজনীতি, গবেষণা, সংস্কার, ইত্যাদি খাতে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা। (রুবি/আলিম/শিশির)