চীনের আমদানি-রপ্তানি মেলা অনলাইনে অনুষ্ঠিত হবে
  2020-10-10 18:22:05  cri
অক্টোবর ১০: চীনের ১২৮তম আমদানি-রপ্তানি মেলা আগামী ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে। গত ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে ২২.৬ লাখ প্রদর্শনীপণ্য পাওয়া গেছে। মেলায় থাকবে ৬০ হাজারটি প্যাভিলিয়ন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, চীনের উন্মুক্তকরণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এ মেলা টানা ৬৩ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। কোভিড-১৯ মহামারীর প্রভাবে গত জুন মাসের মাঝামাঝি ও শেষ দিকে ১২৭তম মেলা প্রথমবারের মতো অনলাইনে অনুষ্ঠিত হয়।

মেলার কর্তৃপক্ষ জানায়, স্বাভাবিকভাবে মহামারী মোকাবিলার প্রেক্ষাপটে এ মেলার আয়োজন করা হচ্ছে। এতে চীনা সরকার বৈশ্বিক বাণিজ্য চাঙ্গা করা এবং বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নতুন চালিকাশক্তি যোগানোর চেষ্টা প্রতিফলিত হয়। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040