প্রসঙ্গ: জাতীয় দিবসের ছুটিতে কোটি কোটি মানুষের চলাচল ও চীনা অর্থনীতির পুনরুদ্ধার
  2020-10-10 15:27:23  cri

২০২০ সালের পহেলা অক্টোবর ছিলো চীনের জাতীয় দিবস এবং মধ্য-শরত্ উত্সব। জাতীয় দিবস ও মধ্য-শরত উত্সব উপলক্ষ্যে চীনা মানুষ মোট আট দিনের জাতীয় ছুটি ভোগ করেছে। এসময় মানুষের কেনাকাটা যেমন ব্যাপকভাবে বেড়েছে, তেমনি কোটি কোটি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করেছে। বিশেষজ্ঞরা একে দেখছেন মহামারির বিরুদ্ধে লড়াইয়ে চীনের বিজয় ও দেশটির অর্থনীতির পুনরুদ্ধারের প্রতীক হিসেবে।

জাতীয় দিবস ও মধ্য-শরত উত্সেবর ছুটি ছিল মহামারীর পর প্রথম লম্বা ছুটি। এই ছুটিতে ম্যাডাম ওয়াংয়ের পরিবারের পরিকল্পনা ছিল বৈচিত্র্যময়। তারা দ্রুতগতির ট্রেনে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করা এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করার পরিকল্পনা করেন। ম্যাডাম ওয়াং বলেন,

'আমি জন্মস্থানে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। সহপাঠীদের সঙ্গে দেখা করা এবং বন্ধুর বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়া হচ্ছে লক্ষ্য।'

চীনের পরিবহন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পহেলা থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের রেলপথ, সড়কপথ, জলপথ এবং বিমানপথে এসময় দৈনিক গড় যাত্রী ছিল ৬ কোটি ২১ লাখ ১৫ হাজার পার্সন-টাইমস। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, ৮ দিন ছুটির সময় দেশীয় পর্যটকের মোট সংখ্যা দাঁড়ায় ৬৩.৭ কোটিতে। দেশীয় পর্যটন খাতের মোট আয় ৪৬৬.৫৬ বিলিয়ন ইউয়ান রেনমিনপি।

হুনান প্রদেশের সঙ্গে জড়িয়ে আছে চীনের বিপ্লবের ইতিহাস। এখানে সে ইতিহাস জানতে আসেন পর্যকরা। কুয়াংসি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের উপকন্ঠ ও গ্রামীণ অঞ্চলে ভ্রমণ খুব জনপ্রিয়। আর উহান শহরে নানান দর্শনীয় স্থান জনগণের দৃষ্টি আকর্ষণ করে। একজন পর্যটক বলেন,

'আমি এই প্রথম উহান শহরে এসেছি। এবার আমার বাচ্চাকে নিয়ে ঐতিহাসিক ল্যান্ডমার্ক দেখতে এখানে এসেছি।'

ছুটির সময় খাদ্যগ্রহণের পরিমাণও বৃদ্ধি পায়। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, পহেলা অক্টোরব থেকে ৮ দিনব্যাপী ছুটির সময় সারা দেশের খুচরা ও রেস্তোঁরার বিক্রির পরিমাণ প্রায় ১.৬ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়ায়। গড় দৈনিক বিক্রয়ের পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেশি। পরিবারের সদস্যদের পুনর্মিলনে, বন্ধুদের সঙ্গে আড্ডায়, বিয়েতে রেস্তোঁরার ব্যবহার লক্ষ্যণীয়। এই বাজারে পুনরায় গতি ফিরে এসেছে মহামারীর পর।

তা ছাড়া, সিনেমা দেখা, প্রদর্শনীতে ঘুরে বেড়ানো এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করা ছুটির সময় চীনা জনগণের কাছে বরাবরই প্রিয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, ছুটির প্রথম ৭ দিনে সারা চীনের সিনেমার বক্সঅফিসের মোট আয়ের পরিমাণ প্রায় ৩৭০ কোটি ইউয়ান রেনমিনপিতে দাঁড়ায়, যা একটি রেকর্ড।

সংশ্লিষ্ট বিভাগের পরিসংখ্যান থেকে দেখা যায়, ৯ অক্টোবর পর্যন্ত জাতীয় দিবসের ছুটি চলাকালে নতুন প্রদর্শিত চলচ্চিত্র 'My People My Homeland'য়ের বক্সঅফিস আয় ১৮০ কোটি ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায় এবং 'Legend of Deification' নামের চলচ্চিত্রের বক্সঅফিস আয় ১৩০ কোটি ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে যায়।

বাইরে যাওয়া ছাড়াও, বাসায় বসে বিভিন্ন পণ্য ক্রয় বা ভোগও চীনাদের কাছে প্রিয় একটি কাজ। জাতীয় ডাকঘরের পরিসংখ্যান থেকে দেখা যায়, ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত জাতীয় ডাক এক্সপ্রেস শিল্প মোট ১৮২ কোটি প্যাকেজ গ্রহণ করেছে। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩.৪২ শতাংশ বেশি। রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের বাজার অর্থনীতিবিষয়ক গবেষণালয়ের প্রধান ওয়াং উই বলেন, এসব পরিসংখ্যানে চীনের অর্থনীতির দ্রুতগতিতে পুনরুজ্জীবিত হওয়ার প্রবণতা ও শক্তিশালী প্রাণবন্ত শক্তি প্রকাশিত হয়। তিনি বলেন,

'ভোগের চাহিদা থেকে দেখা যায় যে, চীনের ভোগবাজার শক্তিশালীভাবে পুনরুজ্জীবিত হচ্ছে, যা চীনের অর্থনীতির পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য বিশাল চালিকাশক্তি যোগাবে।' (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040