ফ্রান্সে হুয়াওয়েই'র আরেকটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠিত
  2020-10-10 15:07:17  cri

অক্টোবর ১০: গতকাল (শুক্রবার) ফ্রান্সের লাগরেঞ্জে চীনা কোম্পানি হুয়াওয়েই'র গবেষণাকেন্দ্রের উদ্বোধন করা হয়। এটি হলো ফ্রান্সে হুয়াওয়েই'র ষষ্ঠ গবেষণাকেন্দ্র। এ কেন্দ্রে মূলত গণিত এবং গণনা নিয়ে গবেষণা করা হবে।

হুয়াওয়েই'র বোর্ডের সদস্য ও কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সুই ওয়েন ওয়েই উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া এক ভিডিও-ভাষণে বলেন, গত ৩০ বছরে গণিত টেলিযোগাযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অনেক গণিতবিদদের সঙ্গে হুয়াওয়েই সহযোগিতা করে আসছে এবং অনেককিছু উদ্ভাবন করেছে। লাগরেঞ্জ কেন্দ্র বিশ্বের সকল গণিতবিদদের স্বাগত জানায়। ভবিষ্যতে এখানকার গবেষণার ফলাফল বিশ্বের টেলিযোগাযোগ শিল্পে আরও বেশি অবদান রাখবে।

গবেষণাকেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা মারওয়ান ডাব্বা জানান, কেন্দ্রে ৩০ জনেরও বেশি গবেষক থাকবেন এবং গণিত ও গণনাসংক্রান্ত গবেষণা করবেন। ভবিষ্যতে এখানে একটি তহবিল প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে হুয়াওয়েই ফ্রান্সে ১.৩ বিলিয়ন ইউরো পুঁজি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040