চীনে মহামারী প্রতিরোধে অর্জিত সাফল্য কোনো যাদুর ফল নয়: চীনা মুখপাত্র
  2020-10-10 15:05:17  cri

অক্টোবর ১০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীনে মহামারী প্রতিরোধে অর্জিত সাফল্য কোনো যাদুর ফল নয়; এ সাফল্য অর্জিত হয়েছে গোটা দেশের সংহতি, ত্যাগ, বৈজ্ঞানিক পন্থা অনুসরণ, ও কঠোর পরিশ্রমের ফলে।

মুখপাত্র বলেন, বিগত জাতীয় দিবস ও মধ্য-শরত উত্সবের ছুটিতে চীনের মোট ৭০ কোটি মানুষ বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন। ছুটির সময় বিভিন্ন শপিং মলে বিক্রির পরিমাণ গত মাসের তুলনায় ২৫০ শতাংশ বেড়েছে। এ নিয়ে বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। এতো বেশি মানুষের একসঙ্গে ভ্রমণে মহামারী নিয়ন্ত্রণে চীনের সাফল্য প্রতিফলিত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পেও'র চীন-বিরোধী মন্তব্য প্রসঙ্গে মুখপাত্র বলেন, মার্কিন কর্মকর্তা সবসময় বেফাঁস কথা বলতে অভ্যস্ত। চীন মানুষের জীবনকে সর্বোচ্চ মূল্য দিয়ে ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করে মহামারী প্রতিরোধে সফল হয়েছে। ডাক্তার চুং নান শান'সহ মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের জাতীয় পদক ও পুরষ্কারে ভূষিত করা হয়েছে। অন্যদিকে, মার্কিন সরকার ডক্টর আন্তোনি ফাউচি'র মতো চিকিত্সা-বিশেষজ্ঞের সঙ্গে কেমন আচরণ করেছে, তা গোটা বিশ্ব দেখেছে। চীনা মুখপাত্র মিথ্যাচার বন্ধ করে, মার্কিন নাগরিকদের জীবন বাঁচানোর ওপর গুরুত্ব দিতে মার্কিন রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040