অন্য দেশের ওপর জবরদস্তি করে যুক্তরাষ্ট্র, চীন নয়: মুখপাত্র
  2020-10-10 15:03:25  cri

অক্টোবর ১০: সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারসহ কয়েকজন মার্কিন কর্মকর্তা চীনের বিরুদ্ধে অন্য দেশের ওপর জোর-জবরদস্তি করার অভিযোগ আনেন। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হু ছুন ইং গতকাল (শুক্রবার) এক সাংবাদিক সম্মেলনে বলেন, অন্য দেশের ওপর জরবদস্তি করে যুক্তরাষ্ট্র, চীন নয়।

মুখপাত্র বলেন, সম্প্রতি মার্কিন শীর্ষ কূটনীতিবিদ বিভিন্ন দেশে ঘুরে ৫জি নেটওয়ার্ক নির্মাণ প্রশ্নে অন্যান্য দেশকে হুমকি-ধামকি দিয়েছেন এবং চীন-বিরোধী প্রচারণা চালিয়েছেন। যুক্তরাষ্ট্র সম্ভবত ভুলে গেছে যে, এটা একবিংশ শতাব্দী; এখন সব দেশ সমান।

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতভেদ বা দ্বন্দ্ব যাই বলুক, তা ক্ষমতা, স্থান, সমাজ ব্যবস্থার দ্বন্দ্ব নয়, তা ন্যায্যতা বা সহিংসতা, বহুপক্ষবাদ বা একপক্ষবাদ, সহযোগিতা বা বিরোধিতার বিষয়। চীন বিশ্বাস করে, সব দেশ সঠিক সিদ্ধান্ত নেবে। (ইয়াং/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040