যুক্তরাষ্ট্রই হচ্ছে আন্তর্জাতিক পরিবেশ সহযোগিতার পথে সবচেয়ে বড় বাধা: চীনা মুখপাত্র
  2020-10-10 14:57:43  cri

অক্টোবর ১০: সম্প্রতি যুক্তরাষ্ট্র বার বার চীনের বিরুদ্ধে পরিবেশ ধ্বংস করার মিথ্যা অভিযোগ করে আসছে। এ সম্বন্ধে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (শুক্রবার) বলেন, বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্রই আন্তর্জাতিক পরিবেশ সহযোগিতার পথে সবচেয়ে বড় বাধা এবং বৈশ্বিক পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি।

হুয়া ছুন ইং বলেন, চীন সরকার প্রাকৃতিক পরিবেশ রক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন সম্পদ সাশ্রয় এবং পরিবেশ রক্ষাকে দেশের মৌলিক নীতি হিসেবে নির্ধারণ করেছে; টেকসই উন্নয়নকে দেশের কৌশলে অন্তর্ভুক্ত করেছে। চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন কাজে সাফল্য পেয়েছে এবং পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করেছে।

হুয়া ছুন ইং আরও বলেন, যুক্তরাষ্ট্রে মাথাপিছু কার্বন ডাইঅক্সাইট নির্গমন বিশ্বের গড়পড়তা মানের তিন গুণ এবং চীনের দুই গুণেরও বেশি। আর নির্গমনের মোট পরিমাণ চীনের তিন গুণ। চীনের বিরুদ্ধে অভিযোগ করার আগে যুক্তরাষ্ট্রকে প্রথমে আন্তর্জাতিক সমাজের এসব প্রশ্নের উত্তর দিতে হবে: যুক্তরাষ্ট্র কেন 'কিয়োটো প্রোটোকল' অনুমোদন করেনি ও 'প্যারিস চুক্তি' থেকে সরে গেছে? বিশ্বের পরিবেশ তহবিলে যুক্তরাষ্ট্রের বকেয়া চাঁদার পরিমাণ দিন দিন বাড়ছে কেন? যুক্তরাষ্ট্র বহু বছর ধরে কেন বিপুল পরিমাণ আবর্জনা উন্নয়নশীল দেশগুলোতে চালান করে আসছে? (শুয়েই/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040