হংকং ও সিনচিয়াং ইস্যুতে চীনকে অপবাদ দেওয়ার অপচেষ্টা ব্যর্থ হবে: মুখপাত্র
  2020-10-10 14:56:17  cri
অক্টোবর ১০: জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি তথা সমাজ, মানবাধিকার ও সাংস্কৃতিক কমিটির সাধারণ বিতর্কের সময় বেশকিছু দেশ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল ও সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন দিয়েছে। এই প্রসঙ্গে গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, এ থেকে আবারও প্রমাণিত হয়েছে যে, বিশ্বের মানুষের মনে ন্যায্যতার অনুভূতি কাজ করে। অল্প কয়েকটি পাশ্চাত্য দেশ হংকং ও সিনচিয়াং ইস্যুতে চীনের মুখে কালি দেয়ার যে অপপ্রয়াস চালাচ্ছে, তা ব্যর্থ হবে।

হুয়া ছুন ইং বলেন, সন্ত্রাসবাদ ও চরমবাদের হুমকি মোকাবিলা এবং সিনচিয়াংয়ের মানুষের মানবাধিকার নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন ধারাবাহিক আইনানুগ ব্যবস্থার প্রশংসা করেছে ওসব দেশ। তারা মানবাধিকারকে রাজনীতিকরণ এবং এ ক্ষেত্রে দ্বৈতনীতির বিরোধিতা করেছে। দেশগুলো চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের এবং দেশটির ওপর অন্যায় হস্তক্ষেপের তীব্র সমালোচনাও করেছে।

হুয়া ছুন ইং আরও বলেন, চীনসহ বিভিন্ন উন্নয়নশীল দেশ এবং যুক্তরাষ্ট্রসহ অল্প কয়েকটি পাশ্চাত্য দেশের মধ্যে লড়াই হচ্ছে ভুল ও সঠিকের লড়াই। যে-কোনো ব্যক্তি, দেশ বা শক্তির চীনে অস্থিতিশীলতা, বিচ্ছিন্নতা ও হাঙ্গামা সৃষ্টির অপপ্রয়াসের বিরোধিতা করে বেইজিং। হংকং ও সিনচিয়াং নিয়ে রাজনীতি করা বা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপকেও সহ্য করা হবে না। (শুয়েই/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040