অক্টোবর ৯: চীনের জাতীয় দিবসের আট দিনের লম্বা ছুটিতে কোভিড-১৯ মহামারীর স্বাভাবিক প্রতিরোধক ব্যবস্থা কাজে লাগানোর সঙ্গে সঙ্গে খাওয়া ও ভ্রমণের পাশাপাশি ক্রীড়া ছিল অপরিহার্য এক বিষয়।
কোভিড-১৯ মহামারীতে সবার সুস্থতা গুরুত্বপূর্ণ। ক্রীড়া খাতের আগ্রহ এবারের ছুটিতে অব্যাহতভাবে বেড়েছে। চীনারা শহরের পার্ক, রাস্তার সবুজ পথ এবং কমিউনিটির শরীরচর্চা স্থানে জিম ব্যবহার করেছেন।
মানুষের শরীরচর্চার চাহিদা পূরণে চীনের বিভিন্ন জায়গায় বহু রকমের সুস্থতার তত্পরতা আয়োজন করা হয়। চীনের 'লিউ চৌ আন্তর্জাতিক পানি উত্সব—২০২০' সময়মতো অনুষ্ঠিত হয়েছে। চীনের তিব্বতে পর্বতারোহণ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানের ৫ শতাধিক পর্বতারোহী এতে অংশ নেন। সিনচিয়াংয়ে শতাধিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কিছু অঞ্চলে ক্রীড়া ভোক্তাদের এগিয়ে নিতে কুপনও বিতরণ করা হয়। থিয়ানচিন শহরে দ্বিতীয় দফায় শরীরচর্চা কার্যক্রম আয়োজন করা হয়। চিলিন প্রদেশে ক্রীড়া খাতে ৭৮ লাখ ইউয়ানের কুপন বিতরণ করা হয়।
একই সঙ্গে, ক্রীড়ার সঙ্গে জড়িত চলচ্চিত্র ও প্রদর্শনীও এবারের ছুটিতে বেশ জনপ্রিয় হয়েছে। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত, চীনা চলচ্চিত্র খাতে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৩৬৯.৬ কোটি ইউয়ান।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)