অক্টোবর ৯: ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চীনে শাংহাই সহযোগিতা সংস্থার আন্তর্জাতিক পুঁজি বাণিজ্যমেলা শানতুং প্রদেশের ছিংতাও শহরের চিয়াও চৌ এলাকায় অনুষ্ঠিত হবে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে- 'শাংহাই সহযোগিতা সংস্থার সুযোগ ভাগাভাগি করা, উন্মুক্তকরণ ও উন্নয়নের পথ খুঁজে বের করা'। এটি দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের জন্য সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।
চীনে শাংহাই সহযোগিতা সংস্থার ১৮টি ইউনিটের ২৮টি দেশের রাষ্ট্রদূত এ মেলায় অংশ নেবেন। তাঁরা ৬ শতাধিক শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসায়িক পণ্য ও সেবা খাতের পণ্য প্রদর্শন করবেন। এর মধ্যে অফলাইনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩ শতাধিক এবং অনলাইনে অংশগ্রহণকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৫০টি।
চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র চিয়াও চৌ শহরের স্থায়ী কমিটির সম্পাদক এবং শাংহাই সহযোগিতা সংস্থার পরীক্ষামূলক অঞ্চলের সম্পাদক ও ব্যবস্থাপনা কমিটির মহাপরিচালক লিউ চিয়ে চুন বলেন, 'এবারের মেলা প্রথমবারের মতো অফলাইন ও অনলাইনে অনুষ্ঠিত হবে। মেলার মোট আয়তন ১৫ হাজার বর্গমিটার'।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)