অক্টোবর ৯: চীনের 'সোনালি সপ্তাহে' দেশের অর্থনীতি শক্তিশালী প্রমাণিত হয়েছে। এবারের জাতীয় দিবসের 'সোনালি সপ্তাহের' মাধ্যমে চীনা ভোক্তাদের আগ্রহ ফুটে উঠেছে। ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত গোটা চীনে খুচরা ও খাবারসহ গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানের ১.৬ ট্রিলিয়ন ইউয়ান বিক্রি হয়; যা এর দৈনিক বিক্রির পরিমাণের দিক থেকে গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ বেশি হয়েছে। গোটা চীনে পর্যটকের সংখ্যা ৬৩.৭ বিলিয়ন; অভ্যন্তরীণ পর্যটন খাতে আয় হয়েছে ৪৬৬.৫৬ বিলিয়ন ইউয়ান। যা আলাদাভাবে গত বছরের ৭৯.০ ও ৬৯.৯ শতাংশ পুনরুদ্ধার করেছে। পাশাপাশি, চলচ্চিত্র থেকে আয় হয়েছে ৩৯৫.২ কোটি ইউয়ান। 'নিউইয়র্ক টাইমস্' পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়, চীনের 'সোনালি সপ্তাহ' কোভিড-১৯ মহামারী থেকে চীনের অর্থনীতি পুনরুদ্ধারের স্পষ্ট বার্তা দিয়েছে।
বর্তমান চীনের অর্থনৈতিক উন্নয়ন বেশিরভাগ নির্ভর করে অভ্যন্তরীণ চাহিদা- বিশেষ করে ভোক্তা চাহিদার ওপর। গেল বছর চীনের অর্থনীতি বৃদ্ধিতে ভোক্তার ভূমিকা ছিল ৫৭.৮ শতাংশ, যা জিডিপি'র ৩.৫ শতাংশ।
(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)