চীন আনুষ্ঠানিকভাবে 'কোভেক্স' পরিকল্পনায় যোগ দিয়েছে: চীনা মুখপাত্র
  2020-10-09 14:15:15  cri
অক্টোবর ৯: গতকাল (বৃহস্পতিবার) চীন আনুষ্ঠানিকভাবে 'কোভিড-১৯ টিকা প্রণয়ন পরিকল্পনা-কোভেক্সে'যোগ দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, মানবস্বাস্থ্যের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করতে এবং সারা বিশ্বের টিকা ব্যবহারে নিজের দায়িত্ব পালন চীনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বর্তমানে মহামারী সারা বিশ্বের মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য বড় হুমকি। উন্নয়নশীল দেশের টিকা পাওয়ার ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার জন্য চীন সবসময় চেষ্টা করেছে। টিকা উদ্ভাবনের পর বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। তাই চীন কোভেক্স-এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। একদিকে আন্তর্জাতিকভাবে টিকা পাওয়ার অধিকার নিশ্চিত করতে, অন্যদিকে বিভিন্ন দেশের সঙ্গে টিকা গবেষণায় সহযোগিতা জোরদার করার জন্য কোভেক্সে যোগ দিয়েছে চীন।

তিনি বলেন, চীন অব্যাহতভাবে কোভেক্সের বিভিন্ন পক্ষের সঙ্গে বিশ্ববাসীর জীবন ও স্বাস্থ্য রক্ষায় নিজের অবদান রাখবে।

(ইয়াং/তৌহিদ/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040