ছেন জি কাং বলেন, মানবাধিকারকে সম্মান জানানো ও মানবাধিকার রক্ষা করা মানবজাতির অভিন্ন লক্ষ্য। দারিদ্র্যবিমোচন মানবাধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। চীনা কমিউনিস্ট পার্টি ও চীন সরকার জনগণের বেঁচে থাকা ও উন্নয়নের অধিকারকে সব সময় প্রথম স্থানে রেখেছে। ২০২০ সালে চীনের দারিদ্র্যবিমোচনের লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকার গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে। চীনের দারিদ্র্যবিমোচন ঐতিহাসিক ও যথার্থ সময়ে প্রবেশ করেছে।
তিনি জানান, চীনে দারিদ্র্যবিমোচনের জন্য প্রথমে সঠিক মানুষ নির্বাচন করা হয়। তা ছাড়া, কে দায়িত্ব নেবে এবং কীভাবে নেবে তা নির্ধারণ করা হয়। সাহায্য দেওয়ার লক্ষ্য হয় দরিদ্র মানুষ যেন নিজেই একদিন কোন সাহায্য ছাড়া দাঁড়াতে পারে তা বাস্তবায়ন করা। ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনে দরিদ্র মানুষের সংখ্যা ৯৮৯.৯ লাখ থেকে কমে ৫৫.১ লাখে উন্নীত হয়। তা ছাড়া, দরিদ্র অঞ্চলের অবকাঠামো ও জনসাধারণের পরিষেবার সামর্থ্য অনেক বৃদ্ধি পায়। এভাবে চীনা বৈশিষ্ট্যময় দারিদ্র্যবিমোচনের ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যায়।
তিনি জোর দিয়ে বলেন, চলতি বছর চীনের দারিদ্র্যবিমোচন পরিকল্পনা বাস্তবায়নের শেষ বছর। মহামারীর মধ্যেও চীনকে এ লক্ষ্য বাস্তবায়ন করতে হয়েছে। চীন বিভিন্নভাবে এ লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে।
(ইয়াং/তৌহিদ/ফেই)