চীনা গায়ক মাও নিং
  2020-10-08 14:16:25  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়কের সঙ্গে আপনাদের পরিচয়ে করিয়ে দেবো, তার নাম মাও নিং। গত শতাব্দীর নব্বইয়ের দশকে তিনি ছিলেন চীনের অন্যতম জনপ্রিয় গায়ক। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো মাও নিংয়ের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিনিধিত্বকারী একটি গান 'থাও শেং ই চিউ'। গানটি চীনের একটি বিখ্যাত প্রাচীন কবিতা অনুসারে রচিত হয়েছে, এতে অনেক বছর পর প্রিয় মানুষের প্রতি মনের অনুভূতি প্রকাশ পেয়েছে।

বন্ধুরা, চলুন গানটি শুনি। গান ১

মাও নিং ১৯৬৯ সালে চীনের লিয়াও নিং প্রদেশের শেন ইয়াং শহরের একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তবে ছোটবেলা থেকে তিনি খেলাধুলা খুব পছন্দ করতেন এবং বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর একজন ক্রীড়া শিক্ষক হন। ১৯৮৭ সালে একটি বিশেষ অনুষ্ঠানে মাও নিংয়ের সংগীত প্রতিভা জানা যায়। তিনি হঠাৎ গান গাওয়ার জন্য অনেক আগ্রহী হয়ে ওঠেন। সে বছর তিনি শেন ইয়াং প্রদেশের অপেরা হাউসে যোগ দেন এবং তার সংগীত জীবন শুরু হয়।

বন্ধুরা, এখন শুনুন মাও নিংয়ের একটি সুন্দর গান 'আমি তোমাকে চাই' । গান ২

১৯৮৯ সালে মাও নিং তার প্রথম অ্যালবাম 'শিখর' প্রকাশ করেন। তবে এর ১২টি গান অন্যান্য গায়কের। আরো ভালো উন্নয়নের জন্য মাও নিং শেনইয়াং থেকে দক্ষিণাঞ্চলের কুয়াংচৌ শহরে যান। সে সময় কুয়াংচৌতে চীনের পপ সংগীত জনপ্রিয় ছিল। সেখানে তিনি একটি সংগীত কোম্পানিতে যোগ দেন ও পেশাদার গায়ক হন। ১৯৯২ সালে মাও নিংয়ের অ্যালবাম 'আমার মন তোমার কাছে থাকতে দাও' প্রকাশ করেন। অ্যালবাম প্রকাশের পরই জনপ্রিয় হয়, আর তিনিও এই অ্যালবামের জন্য সে বছর চীনের জনপ্রিয় নতুন গায়ক হন।

বন্ধুরা, এখন এই অ্যালবামের একটি সুন্দর গান 'নীল রাত, নীল স্বপ্ন' শুনবো। গান ৩

১৯৯৩ সালে মাও নিং চীনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান- 'বসন্ত উত্সবের গালায়' গান গাওয়ার সুযোগ পান। তার চমত্কার পারফরম্যান্সের পর আরো বেশি মানুষ মাও নিংকে জানতে পারে। এরপর তিনি ধারাবাহিক দুটি অ্যালবাম প্রকাশ করেন এবং বেশ সাফল্য অর্জন করেন। মাও নিংয়ের অ্যালবাম সে সময় চীনে সবচেয়ে জনপ্রিয় হয়।

বন্ধুরা, এখন শুনুন ১৯৯৩ সালে মাও নিংয়ের প্রকাশিত একটি জনপ্রিয় গান 'আমি জানি তুমি আর ফিরবে না'। গান ৪

অনেক সুন্দর ও জনপ্রিয় গান প্রকাশের জন্য মাও নিং চীনের মূলভূভাগ-হংকং-তাইওয়ানের শ্রেষ্ঠ ১০জন গায়কের তালিকায় অন্তর্ভুক্ত হন এবং টানা ৩ বছর চীনের সবচেয়ে জনপ্রিয় গায়কের পুরস্কার পান। ১৯৯৪ সালে তিনি চীনের কনসার্ট ট্যুর আয়োজন করেন। নিজের গান গাওয়া ছাড়া মাও নিং অন্য গায়কের সঙ্গে কাজ করেছেন। তিনি চীনা গায়িকা ইয়াং ইয়ু ইংয়ের সঙ্গে বেশ কয়েকটি গানে সহযোগিতা করেছেন এবং অনেক জনপ্রিয়তা পেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন মাও নিং ও ইয়াং ইয়ু ইংয়ের গাওয়া একটি সুন্দর গান 'মনের বৃষ্টি'। গানটি ১৯৯৫ সালে চীনের সবচেয়ে জনপ্রিয় ১০টি গানের অন্যতম। গান ৫

১৯৯৫ সালে পেশাগত উন্নয়নের জন্য মাও নিং কুয়াংচৌ থেকে বেইজিংয়ে যান, এরপর তিনি আরো বেশি উচ্চ মানের গান প্রকাশ করতে থাকেন। ২০০২ সাল থেকে মাও নিং গান গাওয়ার পাশাপাশি নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করতে শুরু করেন। তার অভিনয়ও দর্শকদের প্রশংসা পায়।

বন্ধুরা, এখন শুনুন মাও নিংয়ের গান 'সুন্দর মন'। গান ৬

চীনের সংগীত মহলে আরো নতুন গায়ক হাজির হয়েছে। তবে মাও নিংয়ের গান এখনও জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা মাও নিংয়ের আরেকটি সুন্দর গান 'গভীর শরৎ' শুনবো। আশা করি তার গানগুলো আপনারা পছন্দ করবেন। গান ৭

(তুহিনা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040