পয়লা অক্টোবর উহান শহরের দংহু হোটেলে একটি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে জনৈক অংশগ্রহণকারী অতিথি বলেন, উহান মুক্তি পেয়েছে। আগের মত পুনরুদ্ধার হয়েছে। আমি বেইজিং থেকে উহানে ফিরে গিয়ে আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছি।
সবকিছু স্বাভাবিক রয়েছে। অনেক মানুষ এবারের জাতীয় দিবসকে 'দেরিতে বসন্ত উত্সব' বলে উল্লেখ করেছে। মহামারীর কারণে পরিবারের পুনর্মিলন-ব্যবস্থা কিছুটা ভেঙ্গে পড়েছে। মধ্য শরত্ উত্সব আরেকটি পুনর্মিলনের উত্সব। এ উত্সবে চীনা মানুষ বাড়িতে ফিরে যান। এ ছাড়া পর্যটন ফের চালু হয়েছে।
উহান স্পোর্টস সেন্টার যা একসময় ভ্রাম্যমাণ হাসপাতাল ছিল, তা জাতীয় দিবসের সময় পুনরায় খুলে দেওয়া হয়েছে। ১৯৮৫ সালে পুনর্নির্মাণের পরে ল্যান্ডমার্ক হুয়াংহ্যে টাওয়ার প্রথমবার মতো নৈশভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়।
ব্রিটেনের 'টাইমস' পত্রিকায় ২ অক্টোবরে 'উহান আবার হাসিতে ভরে উঠল' শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
শুধু উহান তা নয়, গোটা চীনের বিভিন্ন ক্ষেত্র পুনরুদ্ধার হয়েছে। মহামারী নিয়ন্ত্রণের পর প্রথম দীর্ঘ ছুটিতে চীনা নাগরিকরা বিভিন্নভাবে এ দিবস উদযাপন করেছেন। ৪ অক্টোবর পর্যন্ত গোটা চীনে পর্যটকের সংখ্যা ৪২.৫ কোটি পার্সন টাইমস হয়েছে। পর্যটন খাতে আয় হয় ৩১২.০২ বিলিয়ন ইউয়ান আরএমবি।
জাতীয় দিবসের ছুটি বরাবরই হলো চীনা অর্থনীতি পর্যবেক্ষণের জানালা। মহামারী ছড়িয়ে পড়ার পর এ পর্যন্ত মহামারী থেকে চীনের মুক্ত হওয়া এবং অর্থনীতি পুনরুদ্ধারের সবচেয়ে স্পষ্ট তথ্য। মার্কিন 'নিউ ইয়র্ক টাইমস' পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।
পরিবহন ও পর্যটন খাত পুনরুদ্ধারের পাশাপাশি উত্পাদনেও প্রবৃদ্ধি হচ্ছে।
৫ অক্টোবরে কুয়াংচৌ শহরের লিয়ানরৌ যন্ত্রপাতি ও সরঞ্জাম কোম্পানির কারখানায় উত্পাদন জোরদার করা হয়। কোম্পানির কর্মীরা কাজ করতে করতে উত্সবের সময় কাটিয়েছেন।
এটি হলো আমাদের কোম্পানির ইতিহাসে সবচেয়ে ব্যস্ত উত্সব। আমাদের অর্ডারটি আগামী ফেব্রুয়ারির জন্য। কোম্পানির ভাইস চেয়ারম্যান থান চি মিং এ কথা বলেছেন।
কোম্পানিটি হলো গদি ও গৃহসজ্জার সরঞ্জামের একটি আন্তর্জাতিক পণ্য উত্পাদনকারী। কোম্পানির উত্পাদিত ৬০ শতাংশ পণ্য বিদেশে রপ্তানি করা হয়। মহামারীর সময় কোম্পানিটির উত্পাদন শক্তি ৩০ শতাংশে নেমে আসে। কিন্তু গত মে মাস থেকে অর্ডার অনেক বেড়েছে। গত জুলাই মাসের শেষ দিকে অর্ডারগুলো গত বছরের গোটা বছরের পরিমাণের চেয়ে বেশি হয়েছে। গত অগাস্ট ও সেপ্টেম্বরে অর্ডার দ্বিগুণ বেড়েছে।
এবারের ছুটিতে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়ান্টামেক্টেক কোম্পানি লিমিটেডের পণ্য গবেষণা ও উন্নয়নের পরিচালক থাং শি বিয়াও পরীক্ষাগারে কাজ করেছেন। তিনি বলেন, আমাদের গবেষণার দায়িত্ব বেশ ভারী। এ বছরের প্রথমার্ধে গবেষণা খাতে কোম্পানি ৩.০৭৩৩৮ কোটি ইউয়ান ব্যয় করেছে। গবেষকের সংখ্যা কোম্পানির গোটা কর্মীর ৪৬.১৫ ১শতাংশ।
ইউননান প্রদেশের স্যিশুয়াংপাননা দাই জাতির স্বায়ত্তশাসিত বান্নারের জিনুও পাহাড় দর্শনীয় স্থান প্রকৃতি ও পর্যটন উন্নয়নের চেষ্টা করেছে। পর্যটন খাতে উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সম্পদশালী হয়েছেন।
এবারের জাতীয় দিবসের আগে চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় গোটা চীনের তিন শতাধিক গ্রামীণ পর্যটন লাইন প্রকাশ করেছে।
এবারের জাতীয় দিবসটি অসাধারণ; চীনের বিভিন্ন ক্ষেত্র এর মাধ্যমে পুনরুদ্ধার হচ্ছে।
(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)