বন্ধুরা, শুনছিলেন আস্গেন'র কন্ঠে 'সুন্দর মেয়ে' শীর্ষক গান। তিনি হলেন চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র জাতীয় সংস্থাগুলোর যুবক ফেডারেশনের সদস্য, চীনা সংখ্যালঘু জাতির ভোকাল মিউজিক সোসাইটি'র সদস্য, চীনা জাতির সংস্কৃতি ত্বরান্বিত সমিতি'র সদস্য, চীনা তিব্বত সংস্কৃতি সংরক্ষণ ও উন্নয়ন সমিতির সদস্য, সিছুয়ান প্রদেশের যুবক ফেডারেশনের সদস্য, জাতিসংঘের আন্তর্জাতিক বিজ্ঞান ও শান্তি সপ্তাহের শান্তি বিশেষ দূত, পান্ডা সংরক্ষণ দূত এবং সবুজ চীন প্রকল্পের দূত। এখন শোনাবো তাঁর কন্ঠে 'মেঘের বুকে ছিয়াং জাতির গ্রাম' শীর্ষক গান। গানটি ছিয়াং জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আস্গেন'র কন্ঠে 'মেঘের বুকে ছিয়াং জাতির গ্রাম' শীর্ষক গান। তিনি মিনজু ইউনিভার্সিটি অব চায়নার সংগীত একাডেমি থেকে স্নাতক হন। ২০১২ সালে তিনি চীনের চায়না কনজারভেটরি অফ মিউজিকের স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হন। তাঁর কন্ঠে গান চীনা সিপিসি'র কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের জাতীয় পুরস্কার লাভ করে। তিব্বতী ভাষায় 'আস্গেন' মানে শুভ বুদ্ধের আলো। এখন শোনাবো তাঁর কন্ঠে 'একটি আকর্ষণীয় গান' শীর্ষক গান। তিনি আরেকজন তিব্বতী জাতির বিখ্যাত্ কন্ঠশিল্পী সোলংজিয়াকুও'র সঙ্গে গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আস্গেন'র কন্ঠে 'একটি আকর্ষণীয় গান'। ২০০৯ সালের নভেম্বরে তিনি প্রথমবারের মতো অপেরায় অভিনয় করেন। তাঁর সুন্দর মুখ ও কন্ঠ সবাইকে আকর্ষণ করে। তখন থেকে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর সংগীতে বিশেষ শৈলী দেখা যায়। তিনি হলেন বেইজিংয়ে প্রথম কনসার্ট আয়োজনকারী প্রথম তিব্বতী জাতির কন্ঠশিল্পী। এখন শোনাবো তাঁর কন্ঠে 'স্নোল্যান্ডের প্রেমের গান'। চীনা মানুষের মনে তিব্বত হলো স্নোল্যান্ড। গানটি ২০১৫ সালের বসন্ত উত্সবের সময় গানটি প্রকাশিত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আস্গেনের কন্ঠে 'স্নোল্যান্ডের প্রেমের গান'। ২০০০ সালে তিনি একটি বিখ্যাত্ টিভি সিরিজের থিম সংয়ে কন্ঠ দেন। ২০০৭ সালে তিনি চলচ্চিত্রের থিম সংয়ে কন্ঠ দেন। ২০১০ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বাতাসে মানিদুই' শীর্ষক গান। মানিদুই হলো তিব্বতে পাথর ও স্ল্যাব দিয়ে তৈরি আলটারস। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন আস্গেনের কন্ঠে 'বাতাসে মানিদুই' শীর্ষক গান। ২০১১ সালে তাঁর কন্ঠে দু'টি গান 'তিব্বতের কাছে যাওয়া—তিব্বত শান্তিপূর্ণভাবে মুক্তি হওয়ার ৬০তম বার্ষিকী' নামের অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তোমাকে অনেক ভালোবাসি' শীর্ষক গান। তিনি অন্য একজন কন্ঠশিল্পী লসনে তাশি'র সঙ্গে গানটি গেয়েছেন। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)