
আজকের 'জীবন যেমন' আসরে আমার সাথে যোগ দিচ্ছেন মনিরুল ইসলাম। তিনি বাংলাদেশের সরকারী সংস্থা পল্লী উন্নয়ন একাডেমীতে কর্মরত আছেন। তিনি বাংলাদেশের Rural Women E-Commerce শছুল-এর প্রতিষ্ঠাতা। তিনি চীনের কৃষি এমাডেমীর ডক্টর গবেষক। তিনি চীনা রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নকে গুরুত্ব দেন। বিশেষ করে চীনের ই-কর্মাস উন্নয়ন এবং বাংলাদেশের গ্রামীণ ই-কর্মাস উন্নয়নে তিনি আগ্রহী। চলুন কথা বলি তাঁর সঙ্গে ।