১৯৭৩ সালে ফেই ইয়ু ছিং তাইওয়ানের 'তারকা থেকে তারকা' নামের এক সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ পুরস্কার লাভ করেন। তখন থেকেই আনুষ্ঠানিকভাবে তার সঙ্গীত-জীবন শুরু হয়।
১৯৭৭ সালে তাঁর প্রথম অ্যালবাম 'আমার হৃদয়ে ভালোবাসার গাছ' রিলিজ হয়। ১৯৮৪ সালে 'স্বপ্নে উটের বেল' গানটির কারণে তিনি তাইওয়ানের গোল্ডেন বেল অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার পান।
১৯৮৬ সালে চীনের মূল ভূভাগের টিভি সিরিজ 'ই চিয়ান মেই'-এর জন্য ফেই ইয়ু ছিং থিম সংয়ে কণ্ঠ দেন। এর মাধ্যমে তিনি চীনের মূল ভূভাগে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।
১৯৯২ সালে ফেই ইয়ু ছিং 'তোমাকে আমার ভালোবাসা স্বপ্নের চেয়ে লম্বা' শীর্ষক গানে কণ্ঠ দেন। এই গানটির জন্য তিনি তাইওয়ানের গোল্ডেন ট্রাইপড অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।
১৯৯৩ সালে ফেই ইয়ু ছিং তাঁর বড় ভাই চাং ফেই-এর সঙ্গে যৌথভাবে তাইওয়ানের বিখ্যাত বিনোদন টিভি অনুষ্ঠান 'ড্রাগন ভাই ও টাইগার ছোট ভাই' উপস্থাপন করেন।
১৯৯৫ ও ১৯৯৭ সালে ফেই ইয়ু ছিং তাইওয়ানের গোল্ডেন বেল অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ বিনোদন অনুষ্ঠানের উপস্থাপকের পুরস্কার লাভ করেন।
১৯৯৬ সালে ফেই ইয়ু ছিং-এর অ্যালবাম 'শুভরাত্রীর গান' তাইওয়ানের সপ্তম গোল্ডেন ম্যালোডি অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পায়। ২০০৫ সালে ফেই ইয়ু ছিং নিজের টিভি অনুষ্ঠান 'ফেই ইয়ু ছিং-এর সঙ্গীত' নিয়ে সেই বছরের গোল্ডেন বেল অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ সঙ্গীত অনুষ্ঠান এবং শ্রেষ্ঠ সঙ্গীত অনুষ্ঠানের উপস্থাপকের পুরস্কার জিতে নেন।
২০০৯ সালে ফেই ইয়ু ছিং Lifetime Achievement Award লাভ করেন। ২০১৩ সালে তাঁর অ্যালবাম 'শুধুই ফেই ইয়ু ছিং-কে শুনতে চায়' প্রকাশিত হয়।
২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর সঙ্গীতমহলে যোগ দেয়ার ৪৫ বছর পূর্তিতে ফেই ইয়ু ছিং ঘোষণা করেন যে, ২০১৯ সালে ট্যুর কনসার্ট আয়োজনের পর সঙ্গীত মহল থেকে তিনি বিদায় নেবেন।
২০১৯ সালের ৭ সেপ্টেম্বর ফেই ইয়ু ছিং তাইপেই শহরে বিদায় কনসার্ট আয়োজনের পর আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগত থেকে বিদায় নেন।
এই পর্যন্ত ফেই ইয়ু ছিং মোট ৪০টিরও বেশি অ্যালবাম প্রকাশ করেছেন।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই ইয়ু ছিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)