জাতীয় দিবসে প্রদর্শিত চলচ্চিত্রগুলো
  2020-10-01 15:16:54  cri

১৫ সেপ্টেম্বর চায়না ফিল্ম অর্গানাইজেশন 'সিনেমা হল আবার খোলার জন্য মহামারী প্রতিরোধের গাইড (তৃতীয় সংস্করণ)' প্রকাশ করে। আগের তুলনায় সিনেমা হলে উপস্থিতির হার ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত হয়েছে। অর্থাৎ আরো বেশি মানুষ চলচ্চিত্র দেখার সুযোগ পাবে।

গত বছর যেসব চলচ্চিত্র প্রদর্শনের কথা ছিলো সেগুলো জাতীয় চলচ্চিত্র দিবসে প্রদর্শিত হয়। তাই এই জাতীয় দিবসের ছুটিতে ভ্রমণ পরিকল্পনা ছাড়া, সিনেমা হলে চলচ্চিত্র উপভোগ করা হলো আরেকটি ভালো পদ্ধতি।

এবার সবাই মিলে একসঙ্গে দেখবো, এই জাতীয় দিবসের ছুটিতে কী কী চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে?

'leap লিপ' নামের এ চলচ্চিত্রের আগের নাম ছিলো 'চোং কুও নু পাই বা চাইনিজ নারী ভলিবলদল'। ১৯৮১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অর্জন থেকে দশম বিশ্ব চ্যাম্পিয়ন পর্যন্ত, চাইনিজ নারী ভলিবল পরিশ্রমের মাধ্যমে এক একটি কিংবদন্তী সৃষ্টি করে। চাইনিজ নারী ভলিবলের চেতনায় সারা বিশ্ব বারবার মুগ্ধ হয়েছে এবং নারী ভলিবলের চেতনা প্রজন্মের প্রজন্ম ধরে চীনা জনগণকে অনুপ্রেরণা দিয়ে আসছে। চলচ্চিত্রে দীর্ঘ ৪০ বছরের গল্প তুলে ধরা হয়েছে এবং কয়েক প্রজন্ম ধরে চাইনিজ নারী ভলিবলদলের পরিশ্রম করার প্রক্রিয়া এবং দেশের জন্য মর্যাদা অর্জনের মনোমুগ্ধকর গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

এখন একটি কার্টুন/অ্যানিমেশন চলচ্চিত্রের ওপর নজর দেবো। নাম হলো- 'লেজেন্ড অফ ডিয়েফিকেশন' (LEGEND OF DEIFICATION)। প্রযোজনা সংস্থার 'কালাররুম পিকচার্সের' প্রথম চলচ্চিত্র 'নে চা' প্রায়ই সবার কাছে পরিচিত। ২০১৯ সালে চীনের ডোমেস্টিক বক্সঅফিসের চ্যাম্পিয়ন হিসেবে 'নে চা' মোট ৫০০ কোটি ইউয়ান উপার্জন করে। এবারে 'লেজেন্ড অফ ডিয়েফিকেশন' চলচ্চিত্রটি ২০২০ সালের বসন্ত উৎসবের সময় দেখানো হবে। এর প্রধান কারণ হলো 'নে চা'র বিশাল সফলতা। আসলে 'লেজেন্ড অফ ডিয়েফিকেশন' বা 'নে চা', যাই হোক-না-কেন, এতে চীনের রূপকথায় বর্ণিত দেবতাদের তুলে আনা হয়েছে।

চলচ্চিত্রে দেখানো হয়, দেবতাদের সাধারণ মানুষের মতো বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে হয়, কাজ করতে হয়, টেনশনও করতে হয়। যখন তারা নিজেদের জাদুকরী ক্ষমতা হারিয়ে ফেলে, তখন তারা কীভাবে জীবনের এক একটি প্রতিবন্ধকতা অতিক্রম করবে? চলচ্চিত্রে সে উত্তর দেওয়া হয়েছে।

পরবর্তী চলচ্চিত্র'my people my homeland' নামে চলচ্চিত্রটি 'my people my country' নামে আরেকটি চলচ্চিত্রের মতো একযোগে নির্মাণের পদ্ধতি গ্রহণ করা হয়। বিভিন্ন পরিচালকের পরিচালিত এক একটি স্বাধীন গল্প নিয়ে 'my people my homeland' নামে গোটা চলচ্চিত্রটি তৈরি হয়।

'Coffee or Tea?' নামে চলচ্চিত্রটিতে হাস্যকর ও আন্তরিক শিল্প সৃষ্টির কারণ বর্ণনা করা হয়। বলা যায়, এটি হলো তরুণ-তরুণীদের জন্য তৈরি কমেডি মুভি।

'Kung Fu Mulan' নামে চলচ্চিত্রটি সারা বিশ্বে প্রথমবারের মতো ত্রি-মাত্রিক অ্যানিমেশনের পদ্ধতিতে মুলানের গল্প প্রকাশিত হয়। চলচ্চিত্রটি আসল সাহিত্য শিল্পকর্মের ভিত্তিতে রিমেক করা হয়। ছোটবেলায় মুলানের বীর হওয়ার স্বপ্ন ছিল। বাবার স্থলাভিষিক্ত হয়ে বাহিনীতে যোগ দেওয়ার পর নানা রকম আঘাত পায় সে। ভালোবাসা ও মৈত্রীর মুখোমুখি হয়ে মুলান ধাপে ধাপে পরিপক্ব হয়ে ওঠে এবং সত্যিই একজন বীর যোদ্ধায় পরিণত হন।

'Octonauts:The Ring of Fire' নামে এ চলচ্চিত্রটি হলো 'The Octonauts' নামের কার্টুন টিভি নাটক ১০ বছর ধরে প্রচারের পর নির্মিত প্রথম চলচ্চিত্র। 'The Octonauts' নামে এক দলের সদস্যরা হচ্ছে সমুদ্রে বাস করা কিছু দুঃসাহসিক প্রাণী। তারা দলনেতার নেতৃত্বে অব্যাহতভাবে অজানা সামুদ্রিক অঞ্চলে অনুসন্ধান করে আসছে।

'Octonauts:The Ring of Fire' নামে এ চলচ্চিত্রে এমন একটি গল্প তুলে ধরা হয় যেখানে, একটি আগ্নেয়গিরি হঠাত্ করে বিস্ফোরিত হয়। ফলে প্রশান্ত মহাসাগরের কয়েক শ' আগ্নেয়গিরিও বিস্ফোরণের মুখে পড়ে। এই অভূতপূর্ব সংকটের মুখে 'The Octonauts' নামের এ দলের সদস্যরা কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমুদ্রে বাস করা প্রাণীকে উদ্ধার করে, সিনেমা দেখার পর তা বুঝতে পারবেন। (লিলি/তৌহিদ/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040