রোববারের আলাপন-201004
  2020-10-04 19:56:42  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি আলিম এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, পয়লা অক্টোবর হচ্ছে চীনের জাতীয় দিবস। এবং এ বছরে মধ্য-শরৎ দিবসও এ দিনেই পড়েছে। বড় ভাই, গত বছর আমরা চোং জি খাওয়ার এ মধ্য-শরৎ উৎসব সম্পর্কে বলেছিলাম, আপনার মনে আছে? গত বছরে আপনি বলেছিলেন যে, চোং জি খাননি। পরে খেয়েছেন কি? পছন্দ করেন নাকি ভাই?

আলিম:....

আলিম: মধ্য-শরৎ উৎসবও পয়লা অক্টোবরে? খুব মজার।

আকাশ: হ্যাঁ বড় ভাই। চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আসলে মধ্য-শরৎ দিবসের পরিবর্তন আসে প্রতিবছরই। এ বছরে পড়েছে পয়লা অক্টোবরে। জাতীয় দিবস ও মধ্য-শরৎ উৎসব একই দিনে। এ উপলক্ষ্যে ছুটি থাকবে ৮ দিনের। বড় ভাই, আপনি এ ছুটিতে ভালভাবে বিশ্রাম নেবেন, কেমন? নাকি ছুটি কাটানোর অন্য কোনো পরিকল্পনা আছে?

আলিম:...

আকাশ: বন্ধুরা, আসলে চীনের মানুষের এ লম্বা ছুটি নিয়ে অনেক প্রত্যাশা। আমরা এখন এই 'সোনালী সপ্তাহের' কিছু খবর আপনাদের সাথে শেয়ার করব, কেমন?

গত ২৫ সেপ্টেম্বর বেইজিংয়ের থিয়ান আন মেন স্কয়ারে ১৮ মিটার উঁচু ফুলদানী প্রস্তুত করা হয়। এর ডিজাইনার লান হাই লাং জানান, এ বছরের জাতীয় দিবসের এই বিশাল ফুলদানীর থিম হচ্ছে: "সার্বিক স্বচ্ছল সমাজ নির্মাণ ও চীনা জাতীর মহান পুনরুত্থানের জন্য যৌথ প্রচেষ্টা চালানো"। তিনি বলেন, থিয়ান আন মেনের এই বিশাল ফুলদানী ছাড়া, ছাং আন সড়কের চান কুও মেন থেকে ফু সিং মেন পর্যন্ত মোট দশটি স্থানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। মোট ৭ হাজার স্কয়ার মিটার এলাকা ফুল দিয়ে সাজানো হবে। বড় ভাই, আপনি ছুটির সময়, ভাবি ও ছেলেকে নিয়ে ওখানে ঘুরে বেড়াতে পারেন।

আলিম:…

আকাশ: এদিকে,জাতীয় দিবস ও মধ্য-শরৎ দিবসের ছুতিতে চীনে মোট দেড় হাজার সিনিক স্পটে বিনামূল্যে বা ডিসকাউন্টে প্রবেশ করতে পারবেন দর্শকরা। ২০টিরও বেশি প্রদেশ ও শহরে "পর্যটন ডিসকাউন্ট ভাউচার" বিতরণ করা হবে। ধারণা করা হচ্ছে, এ বছরের জাতীয় দিবস ও মধ্য-শরৎ উৎসবের ৮ দিনের ছুটিতে চীনের পর্যটকের সংখ্যা দাঁড়াবে ৬০ কোটি পার্সন টাইমস্‌-এ।

এ কয়েক দিনে, অনেকে এ লম্বা ছুটিতে বেড়ানোর পরিকল্পনা করছেন। চীনে কোভিড-১৯ মহামারি সাফলের সাথে নিয়ন্ত্রণ করার পর, পর্যটনের চাহিদা ক্রমশ পুনরুদ্ধার হচ্ছে। হাং চৌ শহরবাসী জনাব ওয়াং বলেন, তিনি পর্যটন বছন্দ করেন, ছুটির সময়ে মাঝে মাঝে বাইরে ঘুরে বেড়ান। তিনি বলেন, "এ বছর হচ্ছে বিশেষ, আগে অনেকদিন পর্যটন করতে পারিনি, এ জন্য এ ৮ দিনের লম্বা ছুটিতে অনেক আগেই বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছি।'

আলিম:....

আকাশ: অনেক পর্যটককে ভ্রমনের সুবিধা দেয়ার জন্য দেশের ট্রাফিক ও পরিবহন বিভাগ সংশ্লিষ্ট সুবিধানীতিও গ্রহণ করেছে। ট্রাফিক ও পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র সুন ওয়েন চিয়ান সম্প্রতি জানান, সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী, এ বছরের জাতীয় দিবস ও মধ্য-শরৎ উৎসবের ছুটিতে, দেশের হাইওয়েগুলোতে আগের মতোই বিনামূল্যে নিজেদের গাড়ি চালাতে পারবেন সাধারণ মানুষ।

এ দিকে, ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ১১ দিনব্যাপী জাতীয় দিবস ও মধ্য-শরৎ দিবসের সোনালী সপ্তাহে রেলপরিবহন শুরু হয়। পূর্বাভাস অনুযায়ী, এসময় রেলপথ মোট ১০.৮ কোটি যাত্রী পরিবহন করবে।

জাতীয় রেলপথ গ্রুপের জনৈক কর্মকর্তা জানান, বর্তমানে দেশের মহামারি নিয়ন্ত্রণের পরিস্থিতি ভালো। ফলে পযর্টন শিল্পও দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। জাতীয় দিবসের ছুটিতে এবার বাড়ি যাবার আগ্রহ অনেকের মধ্যেই। জাতীয় রেলপথ গ্রুপ মহামারি প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি, অতিরিক্ত ট্রেন চালু করবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040