গর্ভবতী নারীদের সুরক্ষায় দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিলের প্রকল্প বাংলাদেশে চালু
  2020-09-29 18:43:00  cri
সেপ্টেম্বর ২৯: গতকাল (সোমবার) জনসংখ্যা ও উন্নয়ন দক্ষিণ-দক্ষিণ অংশীদারি সংস্থা, চীনা সরকার এবং বাংলাদেশ সরকারের উদ্যোগে "বাংলাদেশে প্রসবোত্তর রক্তক্ষরণ রোধ ও মাতৃমৃত্যু হ্রাস" প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রকল্পের অর্থায়ন হচ্ছে চীনের প্রতিষ্ঠিত দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা তহবিল থেকে।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের উপ-পরিচালক, বাংলাদেশে চীনের দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর এবং বাংলাদেশে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কিছু অংশীদার সংস্থার দূতাবাস ও কনস্যুলেটের অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী তার ভাষণে চীনা সরকারের পুঁজি ও প্রযুক্তির সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি নভেল করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই এবং মাতৃমৃত্যু হ্রাসে প্রকল্প বাস্তবায়নে উদার সাহায্যের জন্যও চীন সরকারের প্রশংসা করেন।

বাংলাদেশে চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর বলেন, চীন ও বাংলাদেশ সর্বাধিক ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এমন ক্ষেত্রগুলোর মধ্যে চিকিত্সা ও স্বাস্থ্য খাত সবসময়ই অন্যতম ছিল। তিনি এই প্রকল্পের সফলতা কামনা করেন। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040