
সেপ্টেম্বর ২৮: চীনের জাতীয় প্রেস, প্রকাশনা, রেডিও, ফিল্ম ও টেলিভিশন প্রশাসন ব্যুরো, চেচিয়াং প্রদেশের গণসরকার, হাংচৌ শহরের গণসরকার, চেচিয়াং প্রেস, প্রকাশনা, রেডিও, ফিল্ম ও টেলিভিশন ব্যুরো এবং চেচিয়াং বেতার ও টেলিভিশন গ্রুপ যৌথভাবে চীন আন্তর্জাতিক কার্টুন ও এনিমেশন উত্সব আয়োজন করেছে। এটি হলো চীনের একমাত্র জাতীয় পর্যায়ের কার্ট ও এনিমেশন উত্সব। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আজকের অনুষ্ঠানে।