আজ চীনের জাতীয় দিবস ও মধ্যশরৎ উত্সব, অনুষ্ঠানের শুরুতে সবাইকে এ দিবসের শুভেচ্ছা জানাই। প্রতি বছরের পয়লা অক্টোবর চীনের জাতীয় দিবস, আর চীনের চান্দ্রপঞ্জিকার নবম মাসের ১৫তম দিন মধ্যশরৎ উত্সব। এ দুটি গুরুত্বপূর্ণ দিবস একই দিনে পালিত হতে খুব কমই দেখা যায়। এমন যৌথ উদযাপন চীনা মানুষের জন্য মঙ্গলজনক ও সৌভাগ্যের ব্যাপার। আজকের অনুষ্ঠানের আমরা একসঙ্গে চীনের জাতীয় দিবস ও মধ্যশরৎ উত্সব-সংক্রান্ত কিছু সুন্দর গান শুনবো। আশা করি, এসব গানের মাধ্যমে দিবসের শুভেচ্ছা আপনাদেরকে পৌঁছে দিতে পারব।
বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে একসঙ্গে শুনবো চীনের তরুণ সংগীতশিল্পী সিয়ু মেং ইউয়ান রচিত ধারাবাহিক গান 'চায়না'। তিনি চীনা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও ইলেকট্রনিক সংগীতের সঙ্গে যুক্ত করে বৈশিষ্ট্যময় এ গান রচনা করেছেন। বন্ধুরা, এখন তার খুব প্রফুল্ল 'চায়না' গান শুনুন। গান ১
আজ হলো গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী। দেশ প্রতিষ্ঠার ৭১ বছরে চীনে বিপুল পরিবর্তন হয়েছে, অনেক সংস্কার হয়েছে। চীন একটি দরিদ্র ও দুর্বল দেশ থেকে বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে, যা সত্যি অসাধারণ অগ্রগতি। আর এ বছরের মধ্যে চীনে সার্বিক দারিদ্র্যবিমোচন বাস্তবায়ন হবে এবং সচ্ছল সমাজ প্রতিষ্ঠা হবে; যা চীনের উন্নয়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বন্ধুরা, এখন চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী চাং ইয়ের গাওয়া একটি গান 'নতুন যুগে প্রবেশ করা' শুনুন। গান ২
জাতীয় দিবস দেশের প্রতি ভালোবাসা প্রকাশের দিবস। এবার আমরা শুনবো দেশাত্মবোধক একটি গান। এর নাম 'আমি ও আমার মাতৃভূমি', গেয়েছেন চীনের বিখ্যাত কণ্ঠশিল্পী লি কু ই। গানের কথায় বলা হয়: আমি ও আমার মাতৃভূমি অবিচ্ছেদ্য। যেখানেই আমি যাই, প্রশংসার গান গাইতে চাই। আমি প্রতিটি পাহার ও নদীর জন্য গান গাই, জন্মস্থান ছোট হোক বা বড় তার জন্য আমি বারবার গান গাই।
কবিতার মতো সুন্দর কথা ও গায়কের সুন্দর কণ্ঠ শুনে নিশ্চয়ই মাতৃভূমির প্রতি মনের গভীর ভালোবাসা জেগে উঠবে।
বন্ধুরা, এখন গানটি শুনুন। গান ৩
মধ্যশরৎ উৎসব বা 'চোং ছিউ চিয়ে' চীনা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ উত্সব। এর প্রায় দুই সহস্রাধিক বছরের ইতিহাস রয়েছে। মধ্যশরৎ উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রীতি হল- পরিবারের সঙ্গে পুনর্মিলন। যারা বাইরে পড়াশোনা করে বা কাজ করে, এই উত্সবে তারা জন্মস্থানে ফিরে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করে। তাই মধ্যশরৎ উৎসবের আরেকটি নাম হল- পুনর্মিলন উত্সব। চীনে হান জাতিসহ বিভিন্ন জাতি মধ্যশরৎ উত্সবের গুরুত্বপূর্ণ এই রীতিটি পালন করে। বন্ধুরা, এখন শুনুন চীনের ইয়ুননান প্রদেশে নাশি জাতির খুব সুন্দর একটি গান 'বাসায় ফেরা'। গান ৪
মধ্যশরৎ উত্সবের সঙ্গে চাঁদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চীনের চান্দ্রপঞ্জিকায় পূর্ণিমা অনুসারে এই দিবসের সময় নির্ধারণ করা হয়। চীনাদের মনে চাঁদের পূর্ণতা মানুষের মিলনের প্রতীক, তাই এই উত্সবে চীনারা চাঁদ উপভোগ করে। আর এই উত্সবে চাঁদের মত গোলাকার এক ধরনের মিষ্টি---'মুন কেক' চীনাদের অপরিহার্য একটি খাবার। প্রাচীনকাল থেকে চীনারা মধ্যশরৎ উত্সবের চাঁদ নিয়ে অনেক কবিতাও রচনা করেছেন।
বন্ধুরা, এখন শুনবো চীনের বিখ্যাত প্রাচীন কবি সু শি রচিত কবিতা 'শুয়েই তিয়াও ক্য থৌ' অনুসারে তৈরি একটি সুন্দর গান 'চাঁদ কখন দেখা যায়?। গান ৫
এই পৃথিবীর সব মানুষ একই চাঁদ দেখে। তাই প্রাচীন চীনা মানুষ মনে করত, দুটি মানুষ দূরে থাকলেও একসঙ্গে চাঁদের দিকে তাকালে যেন অকে অপরকে অনুভব করতে পারে। খুব রোমান্টিক কল্পনা- তাই না? এজন্য মধ্যশরৎ উত্সবে যারা বাড়িতে ফিরতে পারে না, তাদের জন্য চাঁদ যেন 'ভালোবাসার দূত'।
বন্ধুরা, এখন শুনুন চীনের জনপ্রিয় গায়িকা লি ইয়ু ছুনের একটি সুন্দর গান 'সমুদ্রের চাঁদ'। গান ৬
বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আরেকটি সুন্দর গান শুনবো। আশা করি, আজকের অনুষ্ঠানের সুন্দর গানের মাধ্যমে চীনের উত্সবের শুভেচ্ছা ও শুভকামনা আপনাদের কাছে পৌঁছে গেছে। গান।