বৈঠকে দু'পক্ষ একমত হয়েছে যে, দু'দেশের নেতাদের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা হবে, তাত্ক্ষনিক যোগাযোগের ব্যবস্থা জোরদার করা হবে, সীমান্তে সৈন্য বাড়ানো বন্ধ করা হবে, একপক্ষীয়ভাবে পরিস্থিতির পরিবর্তন করা হবে না, এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে—এমন কোনো কাজ করা থেকে দু'পক্ষই বিরত থাকবে।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, যত দ্রুত সম্ভব সপ্তম কমান্ডার পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে এবং সীমান্তে শান্তি রক্ষায় বাস্তব ব্যবস্থা গ্রহণ করা হবে। (ইয়াং/আলিম/ছাই)