দারিদ্র্যমুক্তি ও মানবাধিকার সংরক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত
  2020-09-22 16:56:50  cri

সেপ্টেম্বর ২২: গতকাল (সোমবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪৫তম অধিবেশন চলাকালে দারিদ্র্যমুক্তি ও মানবাধিকার সংরক্ষণ-বিষয়ক একটি অনলাইন সাইড মিটিং অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিশেষজ্ঞরা দারিদ্র্যমুক্তি ইস্যুতে চীনের সফল অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিশ্বের দারিদ্র্যমুক্তি ও মানবাধিকার সংরক্ষণে চীনের অবদান স্বীকার করেন।

জেনিভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার চীনা স্থায়ী অফিস ও চীনের মানবাধিকার গবেষণালয়ের যৌথ উদ্যোগে এ সম্মেলনে আয়োজিত হয়। জেনিভায় নিযুক্ত বাংলাদেশ, ইরান, সিরিয়া মালয়েশিয়া ও ভেনিজুয়েলার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, নয়া চীন প্রতিষ্ঠার পর থেকে বিশ্বে দরিদ্রতার হার কমানোর ক্ষেত্রে চীন ৭০ শতাংশেরও বেশি অবদান রেখেছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040