চীনের কোভিড-১৯ টিকার পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে: ব্রাজিলের বিশেষজ্ঞ
  2020-09-22 14:05:58  cri

সেপ্টেম্বর ২২: ব্রাজিলের ইমিউনোলজি ও টিকা উত্পাদনকারী বুটানটান ইনস্টিটিউটের ক্লিনিকাল গবেষণা বিভাগের পরিচালক রিকার্ডো প্যালাসিওস সম্প্রতি বলেন, চীনের কোভিড-১৯ টিকার ক্লিনিকাল পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। এ টিকা বাজারে পাওয়া যাবে কি না, তা পরীক্ষার ফলাফলের ওপরে নির্ভর করে। সম্ভবত বছরের শেষ দিকে এ ফলাফল পাওয়া যাবে।

ডাঃ রিকার্ডো প্যালাসিওস জানান, বর্তমানে পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে। এ টিকা খুব কার্যকর হবে বলে তিনি আশা করেন। টিকার নিরাপদ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ পর্যন্ত খুব ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। খুব কম মানুষ ইনজেকশন নেওয়ার পর নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

তিনি উদাহরণস্বরূপ জানান, ৪২ বছর বয়স্ক সিবেলে সান্টিয়াগো লোপেজ স্বেচ্ছাসেবকের মধ্যে একজন। তিনি ১০ আগস্ট ও ২৪ আগস্ট দুই বার টিকা নিয়েছেন। এ পর্যন্ত তিনি খুব সুস্থ আছেন, কোনো সমস্যা বোধ করেননি।

উল্লেখ্য, ব্রাজিলের সাউ পাউলোর স্থানীয় সরকার গত ১১ জুন চীনের সিনোভেক কম্পানি ও বুটানটান ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতায় কোভিড-১৯ টিকা 'করোনা ভ্যাক' নিয়ে তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল হবার ঘোষণা দেয়। পরে ২১ জুলাই থেকে এ টিকা ব্রাজিলের ৫টি রাজ্যের ৯ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে প্রয়োগ করা হয়। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040