সিনচিয়াং নিয়ে মার্কিন কর্মকর্তাদের মন্তব্যের বিরোধিতা করে চীন
  2020-09-21 20:16:48  cri
সেপ্টেম্বর ২১: সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা সিনচিয়াংয়ে মানুষদের 'বাধ্যতামূলক শ্রমের' বিষয়ে অভিযোগ করেছেন। তাদের এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেন, চীনের রাষ্ট্রীয় পরিষদের কার্যালয় সম্প্রতি 'সিন চিয়াংয়ের কর্মসংস্থান নিশ্চয়তা শ্বেতপত্র' প্রকাশ করেছে। মার্কিন সংশ্লিষ্ট ব্যক্তিগণ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সেই শ্বেতপত্র ভালোভাবে পড়ে দেখতে পারেন।

ওয়াং ওয়েন বিন আরও বলেন, সিনচিয়াং চীনের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের এ ব্যাপারে হস্তক্ষেপের কোনও অধিকার নেই। মার্কিন এক শ্রেণির রাজনীতিবিদ সিনচিয়াংয়ে মানবাধিকার রক্ষার প্রচেষ্টা উপেক্ষা করে 'বাধ্যতামূলক শ্রম' নিয়ে মিথ্যাচার করেছে, যা অযৌক্তিক।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040