চীনের পাঁচ বছরের প্রতিশ্রুতি
  2020-09-21 19:25:35  cri
সেপ্টেম্বর ২১: ২০১৫ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতিসংঘ উন্নয়ন শীর্ষসম্মেলনে ঘোষণা করেন যে, ২০১৫ সাল পরবর্তী উন্নয়ন এজেন্ডাকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে সবার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা চালানো ও বিশ্বের উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

গত পাঁচ বছরে চীন দায়িত্বশীল বড় দেশের ভাবমূর্তি দেখিয়েছে।

২০১৬ সালে চীন জাতিসংঘের সঙ্গে ১০০ কোটি ডলার ব্যয়ের 'চীন-জাতিসংঘ শান্তি ও উন্নয়ন তহবিল' স্থাপন করেছে। ২০১৭ সালে চীন আন্তর্জাতিক উন্নয়নের মেধাস্বত্ব কেন্দ্র স্থাপন করেছে। ২০১৮ সালে উন্নয়ন খাতে সংস্কার তহবিলে ২০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে চীন। ২০১৯ সালে প্রথম টেকসই উন্নয়ন ফোরাম আয়োজন করে চীন। ২০২০ সালে কোভিড-১৯ মোকাবিলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঁচ কোটি মার্কিন ডলার সাহায্য দিয়েছে চীন।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040