যুক্তরাষ্ট্র স্বাধীন তাইওয়ানকে সমর্থন দিলে তা চীনের প্রতি আক্রমণ: পররাষ্ট্র মন্ত্রণালয়
  2020-09-21 18:58:35  cri

সেপ্টেম্বর ২১: আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন ১৭-১৯ সেপ্টেম্বর মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর তাইওয়ান সফর নিয়ে মন্তব্য প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে কোন ধরনের সরকারি বিনিময়ের বিরোধিতা করে বেইজিং। সম্প্রতি মার্কিন স্বাস্থ্যমন্ত্রী ও উপপরাষ্ট্রমন্ত্রী তাইওয়ান সফর করেছেন। যা 'এক চীন নীতি' ও 'চীন-যুক্তরাষ্ট্রের তিনটি ইস্তাহারের' লঙ্ঘন এবং প্ররোচনামূলক তত্পরতা। চীন তার তীব্র বিরোধিতা করে এবং নিন্দা জানায়। মার্কিন সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বেইজিং। যুক্তরাষ্ট্র যা করছে তা আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে চীন-মার্কিন সহযোগিতা ও সমন্বয়ে ক্ষতি করছে। এর দায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040