'পৃথিবীর প্রাণীর কমিউনিটি গঠনে চীনের অভিযান' শীর্ষক দলিল প্রকাশ করেছে চীন
  2020-09-21 18:17:26  cri
সেপ্টেম্বর ২১: জাতিসংঘে আগামী ৩০ সেপ্টেম্বর প্রাণী বৈচিত্র্যবিষয়ক শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবেশ মন্ত্রণালয় যৌথভাবে আজ (সোমবার) চীনের দৃষ্টিভঙ্গি প্রকাশে 'পৃথিবীর প্রাণীর কমিউনিটি গঠনে চীনের অভিযান' শীর্ষক দলিল প্রকাশ করেছে। এ দলিলে প্রাকৃতিক সভ্যতার চেতনা, দেশের নীতিমালা, টেকসই উন্নয়ন এবং পুরো সমাজের ব্যাপক অংশগ্রহণসহ নানা ক্ষেত্রে প্রাণীর বৈচিত্র্য রক্ষায় চীনের অর্জিত অগ্রগতি এবং চীনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

দলিলে বলা হয়, চীন অব্যাহতভাবে সবুজ উন্নয়নের চেতনায় প্রাকৃতিক সভ্যতা এগিয়ে নেওয়ার পাশাপাশি বহুপক্ষবাদের পতাকা তুলে ধরে মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি প্রতিষ্ঠার চেতনায় বিশ্বব্যাপী প্রাণী বৈচিত্র্য রক্ষাসংশ্লিষ্ট প্রশাসনে অংশ নেবে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040