'উন্মুক্ত চীন' বিশ্ব অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে
  2020-09-21 17:30:39  cri

সেপ্টেম্বর ২১: বেইজিং বিশ্ববিদ্যালয়ের জাতীয় উন্নয়ন গবেষণালয়ের প্রধান, বিশ্ব ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিন ই ফু সম্প্রতি এক সাক্ষাত্কারে চীনের উত্থাপিত 'নতুন উন্নয়ন পরিস্থিতি' নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, নতুন উন্নয়ন পরিস্থিতি গড়ে তোলা— চীনের উন্নয়নের পর্যায়, পরিবেশ ও পরিবর্তন অনুযায়ী উত্থাপন করা হয়েছে। এটি চীনের আন্তর্জাতিক সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার সামর্থ্য পুনরুদ্ধারের কৌশল এবং 'উইন-উইন' একটি সিদ্ধান্ত।

কোভিড-১৯ মহামারিতে অনেক দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব বাণিজ্য সংস্থার অনুমান অনুযায়ী, ২০২০ সালে বিশ্ব বাণিজ্যের পরিমাণ ১৩ থেকে ৩২ শতাংশ হ্রাস পাবে। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তাও বাড়ছে। যা চীনের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

লিন ই ফু মনে করেন, চীনের আয়, অর্থনীতির আকার ও এতে পরিষেবা বাণিজ্যের অনুপাত বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে চীনের অর্থনীতি অভ্যন্তরীণ বাজারের ওপর নির্ভর করবে। যা স্বাভাবিক একটি প্রক্রিয়া।

নতুন উন্নত পরিস্থিতি গড়ে তুলবে রুদ্ধদ্বার চীন নয়। চীন অবহ্যাতভাবে উন্মুক্তকরণের মান বাড়াবে এবং ভালো পরিবেশ তৈরি করবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুটি বাজার ও দুটি সম্পদ কাজে লাগবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040