ইরানকে দাবিয়ে রাখার মার্কিনি প্রচেষ্টার শক্তিশালী জবাব দেওয়া হবে: রুহানি
  2020-09-21 15:27:36  cri
সেপ্টেম্বর ২১: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল (রোববার) দেশের মন্ত্রিসভার এক অধিবেশনে বলেন, ইরানকে চরম চাপের মধ্যে রাখার নীতি বাস্তবায়ন করতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজেই বিচ্ছিন্ন হয়ে গেছে। যুক্তরাষ্ট্র যদি ইরানকে দাবিয়ে রাখার এ প্রচেষ্টা অব্যাহত রাখে, তবে তার শক্তিশালী জবাব দেওয়া হবে।

রুহানি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনেক প্রচেষ্টা চালিয়েছে। বিগত কয়েক মাসে পরিস্থিতির আরও অবনতি ঘটে। তবে, গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩টিই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে ইরান-পরমাণুচুক্তির পক্ষে অবস্থান নেয়। বস্তুত, ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের 'নিষেধাজ্ঞা দ্রুত পুনরুদ্ধার' ব্যবস্থা অনুযায়ী, ২০১৫ সালে ইরান-পরমাণুচুক্তি স্বাক্ষরের আগে জাতিসংঘ ইরানের বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেগুলো মার্কিন সময় শনিবার রাত ৮টায় পুনরায় কার্যকর হয়েছে।

এদিকে, জাতিসংঘের অধিকাংশ সদস্য বার বার বলছে যে, যুক্তরাষ্ট্র ২০১৮ সালের মে মাসে চুক্তি থেকে বেরিয়ে আসায়, 'নিষেধাজ্ঞা দ্রুত পুনরুদ্ধারের' জন্য জাতিসংঘকে বলার অধিকারও হারিয়েছে। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040