ইনার মঙ্গোলিয়ায় ৮ হাজার বছর আগের ধ্বংসাবশেষের সন্ধানলাভ
  2020-09-21 15:26:48  cri

সেপ্টেম্বর ২১: চীনের ইনার মঙ্গোলিয়া সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ও প্রত্নত্বত্ত ইনস্টিটিউট গতকাল (রোববার) জানায়, এ স্বায়ত্তশাসিত অঞ্চলের সিলিনকুওলা শিয়াংহুয়াংছি এলাকায় ৭৬০০ থেকে ৮৪০০ বছর আগেকার ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। এটি হচ্ছে ইনার মঙ্গোলিয়ায় পাওয়া সবচেয়ে পুরাতন নবপ্রস্তরযুগীয় ধ্বংসাবশেষ।

ইনস্টিটিউটের একজন পরিচালক পাও ছিং ছুয়ান গতকাল (রোববার) বলেন, এ ধ্বংসাবশেষের সন্ধানলাভ উত্তর চীনের তৃণভূমির ইতিহাস ও সংস্কৃতিকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে।

উল্লেখ্য, ইনার মঙ্গোলিয়া সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ও প্রত্নত্বত্ত ইনস্টিটিউট সংশ্লিষ্ট কয়েকটি বিভাগের সঙ্গে যৌথভাবে গত জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ ধ্বংসাবশেষ অন্বেষণের কাজ করে। অবশেষে তারা জীবাষ্ম, টেরাকোটা, হাড় দিয়ে তৈরী যন্ত্রপাতি এবং পাথরের তৈরী যন্ত্রপাতি উদ্ধার করতে সক্ষম হয়। তা ছাড়া, ১৪টি জিয়ানবাই জাতি'র কবরও পাওয়া গেছে। (ইয়াং/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040